Z-Category VIP Security To CEC Rajiv Kumar: লোকসভা ভোটের আগে তড়িঘড়ি নিরাপত্তা বাড়ল দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমারের। স্বরাষ্ট্রমন্ত্রক মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারের জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তা জেড ক্যাটেগরির সুরক্ষা ব্যবস্থা অনুমোদন করেছে। গোয়েন্দা রিপোর্টের রাজীব কুমারের সুরক্ষার ক্ষেত্রে নানা হুমকি রয়েছে বলে খবর। সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক তারপরই মুখ্য নির্বাচন কমিশনারের জন্য জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা হল।
জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে ৪০-৪৫ জন আধা সামরিক বাহিনীর কর্মী সহ কমান্ডো পুলিশ থাকে। রাজীব কুমারের বাড়িতে সর্বক্ষণ ১০ জন সশস্ত্র নিরাপত্তা কর্মী থাকবেন। ৬ জন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকর ২৪ ঘণ্টা তাঁর সঙ্গে ছায়াসঙ্গী হবেন। ১২ জন কমান্ডো তিন শিফটে তাঁকে নিয়ে আসা-যাওয়া করবে। অতিরিক্ত হিসেবে ২ জন দু'বেলা নজরদারির কাজ করবে। এছাড়াও তিনজন প্রশিক্ষিত গাড়ি চালককে জরুরি কাজের জন্য তৈরি রাখা হয়েছে।
আরও পড়ুন- Lok Sabha Polls 2024: BJP-র ‘সুপার হেভিওয়েট’ এই প্রার্থী, একুশের ভোটে তাঁর বাড়ির বুথেই মুখ পুড়েছিল দলের
আগামী ১৯ এপ্রিল থেকে ভারজুড়ে লোকসভা ভোট শুরু হচ্ছে। যা চলবে আগামী ১লা জুন পর্যন্ত সাত দফায়। ভোট যত এগোচ্ছে ততই দেশের রাজনৈতিক পরিস্থিতি গরম হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। একে গোয়েন্দা রিপোর্টে মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে হুমকি, অন্যদিকে সোমবার বিকেলে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি- সব মিলিয়ে বাড়ানো হল রাজীব কুমারের নিরাপত্তা।
রাজীব কুমার ১৯৮৪ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তিনি দেশের ২৫তম সিইসি হিসাবে ২০২২ সালের ১৫ মে দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালের ১লা সেপ্টেম্বর নির্বাচন কমিশনার হিসাবে কাজ শুরু করেছিলেন।