Advertisment

১২ বছরের ঊর্ধ্বদের কোভিড ভ্যাকসিনে ছাড়, সূচ না ফুটিয়েই টিকা প্রয়োগ

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইডাস ক্যাডিলার টিকা জাইকভ ডি-কে টিকাকে ছাড়পত্র দিল ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Vaccines can be tweaked to offer protection against new Covid variants, says Experts

হায়দ্রাবাদের ভ্যাকসিন চুরির ঘটনায় গ্রেফতার ২

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইডাস ক্যাডিলার টিকা জাইকভ ডি-কে টিকাকে ছাড়পত্র দিল ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। স্বদেশি প্রযুক্তির সহায়তায় তৈরি এই টিকা তিন ডোজের। আগামী অক্টোবর মাসের মধ্যে জাইকভ ডি টিকার ব্যবহার শুরু হতে পারে বলে সূত্রের খবর।

Advertisment

জরুরি ভিত্তিতে ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্রের পর যদি সাধারন ব্যবহারেও অমুমোদন মেলে, তবে এটি হবে দেশের ষষ্ঠ টিকা। বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে, জাইডাস ক্যাডিলার তিন ডোজের টিকা জাইকভ ডি-কের প্রয়োগে চামড়ায় সূচ ফোটানোর প্রয়োজন হবে না।

ক্লিনিক্যাল ট্রায়ালের জাইডাস ক্যাডিলার ভ্যাকসিনের কার্যকারিতার হার প্রায় ৭০ শতাংশ বলে দাবি করা হয়েছে। এছাড়া, এই সংস্থাই সবচেয়ে আগে ডিএনএ ভিত্তিক কোভিড টিকা তৈরি করেছে। তাই জাইকভ ডি ১২ বছরের উর্ধ্বদের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে বলে সংস্থার ডিরেক্টর সারভিল প্যাটেল।

আরও পড়ুন- কথায় কথায় গ্রেফতারি একজনের ব্যক্তি স্বাধীনতা খর্ব করে: সুপ্রিম কোর্ট

চলতি সপ্তাহেই শিশুদের টিকা দ্রুত মিলতে পারে বলে আশাপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তারপরই জাইডাস ক্যাডিলার টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দেওয়া বিশেষ তাৎপর্যবাহী।

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারেন শিশুরা, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক, গবেষকরা। তাই বড়দের পাশাপাশি শিশুদের টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত শিশুদের টিকা বাজারে আসবে ততই ঝুঁকি নিম্নমুখী কমতে পারে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India Vaccine Corona India
Advertisment