Dashami 2024: একশো বছর পর বিজয়া দশমীতে জাতক-জাতিকাদের কাছে বিরাট সুযোগ উপস্থিত হয়েছে। দুই রাজযোগের সৃষ্টি হতে চলেছে। যা খুলে দেবে তিনটি রাশির সৌভাগ্যের দরজা। বিজয়া দশমী রাবণ বধের উপলক্ষে পালন করা হয়। একে অবাঙালি হিন্দুরা দশেরা হিসেবে পালন করে থাকেন। আবার, একথাও বিশ্বাস করা হয় যে এই দিনেই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা।
শরৎকালে নবরাত্রি শেষের পর দশমী পালিত হয়। আশ্বিন মাসে শুক্লপক্ষে পালিত হয় দশমী তিথি। এই তিথিতে এবার শুক্র থাকবে তুলা রাশিতে। যা তৈরি করবে মালব্য রাজযোগ। আর, শনি থাকবে নিজের রাশি কুম্ভতে। যাতে তৈরি হবে শশ রাজযোগ। এই দুই রাজযোগই তিন রাশির জাতক ও জাতিকাদের শুভ ফল দেবে বলে মনে করা হচ্ছে।
মকর রাশি
এই দুই রাজযোগ, অর্থাৎ মালব্য এবং শশ রাজযোগের কারণে শনিদেব গৃহে ধনদান করবেন। আর শুক্রদেবের কারণে অপ্রত্যাশিত আর্থিক সুবিধা লাভ করবেন মকর রাশির জাতক ও জাতিকারা। চাকরি এবং ব্যবসা, দুটোতেই তাঁদের অগ্রগতি ঘটবে। বাড়বে সঞ্চয়। পাশাপাশি কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন তাঁরা। ব্যবসায়ীদের লাভের অঙ্ক এই সময়ে বেড়ে যেতে পারে। এই রাশির যে জাতক ও জাতিকারা কোনওদিনই লাভের মুখ দেখেন না, তাঁরাও লাভের মুখ দেখতে শুরু করে দেবেন।
তুলা রাশি
দুই রাজযোগে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনেও বিরাট প্রভাব পড়বে। কারণ, শনিদেব তাঁদের রাশিচক্রের পঞ্চম ঘরে থাকছেন। আর, শুক্রদেব থাকবেন তুলা রাশির জাতক-জাতিকাদের ঊর্ধ্বমুখী ঘরে। ফলে, তাঁরা ব্যবসায় লাভবান হবেন। তাঁদের ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে। ঋণ থাকলে, তা থেকে দ্রুত মুক্তিলাভ করতে পারেন। নতুন চাকরিতে যোগদান করলে, তাতে উন্নতি ঘটবে। পছন্দের চাকরিতেও ডাক পেতে পারেন। প্রেমের সম্পর্ক চললে, তাতে সাফল্য আসবে। বিবাহিতরা দাম্পত্য জীবনে সুখ পাবেন।
আরও পড়ুন- শনি-শুক্রের খেলা! কয়েকটি রাশির জীবন মুড়তে চলেছে টাকার চাদরে?
বৃষ রাশি
দুই রাজযোগে লাভবান হবেন বৃষ রাশির জাতকরাও। শনি তাঁদের কর্মঘরের মধ্যে দিয়ে যাত্রা করায় আদালতে খ্যাতি পাবেন। বেকাররা চাকরি পেতে পারেন। শিক্ষাগত ক্ষেত্রে দুর্দান্ত ফলের আশা রয়েছে। ধৈর্য এবং সাহসিকতা বাড়ালে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও খ্যাতি পেতে পারেন বৃষ রাশির জাতক-জাতিকারা।