Saturn-Shukra: শনি-শুক্রের খেলা! কয়েকটি রাশির জীবন মুড়তে চলেছে টাকার চাদরে?

Saturn-Shukra: শনি এবং শুক্রের খেলা অতীতে বহু জাতক ও জাতিকার ভাগ্য বদলে গিয়েছে। তাই এই দুই রাশিকে বিশেষ গুরুত্ব দেন জ্যোতিষীরা। এবারও তাঁরা ভালো ফলের আশা করছেন।

Saturn-Shukra: শনি এবং শুক্রের খেলা অতীতে বহু জাতক ও জাতিকার ভাগ্য বদলে গিয়েছে। তাই এই দুই রাশিকে বিশেষ গুরুত্ব দেন জ্যোতিষীরা। এবারও তাঁরা ভালো ফলের আশা করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Saturn, Shukra, শনি, শুক্র

Saturn-Shukra: শনি ও শুক্র জাতক-জাতিকাদের জীবনে প্রবল প্রভাব ফেলে। (ছবি- টুইটার)

Saturn-Shukra: জ্যোতিষ মতে শক্তি বাড়াচ্ছেন শনিদেব। ফলে সুখ আর টাকায় মুড়তে চলেছে তিন রাশির জীবন। বর্তমানে বক্র অবতারে কুম্ভ রাশিতে আছেন তিনি। ১৪ নভেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন। তাতেই ভাগ্য বদলাবে তিন রাশির জাতকদের। 

Advertisment

তুলা রাশি 
কপাল খুলবে তুলা রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। প্রেমের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।  

বৃশ্চিক রাশি
শনিদেবের এই অবস্থানে ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদেরও। তাঁদের শরীর যেমন ভালো থাকবে। তেমনই কেরিয়ারেও উন্নতি ঘটবে। পাশাপাশি, তাঁরা পরিশ্রমের সুফল পাবেন। দাম্পত্য সুখের ছোঁয়া লাগবে জীবনে।

ধনু রাশি
শনিদেবের অবস্থানের কারণে কপাল খুলবে ধনু রাশির জাতকদেরও। তাঁদেরও ধনভাগ্য ভালো হবে। সামাজিক সুনাম বাড়বে। আর্থিক পরিস্থিতির অগ্রগতি ঘটবে। ব্যবসায়ীদের জন্য আবার দিনটা বেশ ভালো সময় হয়ে উঠতে চলেছে। 

Advertisment

এর পাশাপাশি ১০ অক্টোবর, বৃহস্পতিবারই বুধ তুলা রাশিতে প্রবেশ করবেন। তার ফলে কপাল খুলবে তুলা, কন্যা এবং ধনু রাশির জাতকদের। তাঁদের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জ্যোতিষীরা জানিয়েছেন, উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থানরত রাহু ২ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে। ১৬ মার্চ পর্যন্ত রাহু ওই নক্ষত্রেই থাকবে। ফলে বৃষ, তুলা এবং মিথুন রাশির জাতকদের পাশাপাশি মেষ, মকর ও কুম্ভ রাশির জাতকদেরও কপাল খুলতে চলেছে। 

শুক্রেরও বিরাট চাল

জ্যোতিষীরা আরও জানিয়েছেন, শুক্রের বিরাট চালে ছয় রাশির জীবনে শুরু হয়ে যাবে সুসময়। এতটাই সুসময় যে ওই সময়ে লটারি কাটলেও তাঁরা মালামাল হয়ে যাবেন। তাঁদের গাড়ি, বাড়ি প্রাপ্তি বা তৈরির সম্ভাবনা থাকছে। এর মধ্যে, 

বৃষ রাশি: বৃষরাশির জাতকরা জীবনে বড় কিছু অর্জন করবেন। তাঁদের সিদ্ধান্ত কার্যকর এবং প্রশংসনীয় হবে। যে কাজই করবেন, তাতেই সাফল্য পাবেন। ব্যবসায় অগ্রগতি হবে। নতুন বিনিয়োগও করতে পারেন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জীবনে প্রেম আসবে। সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। বাড়ির থেকেও এই ব্যাপারে সমর্থন পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ঘটবে। সন্তান হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন সুখের হবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতকরা সম্পত্তি পেতে পারেন। বাড়িতে সুখের পরিবেশ থাকবে। নতুন গাড়ি কিনতে পারেন। সরকারি কাজে সাফল্য পাবেন। বিদেশি নাগরিকত্ব পেতে পারেন। 

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের সম্পত্তি বাড়তে পারে। নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন।  প্রতিপক্ষকেও সহযোগিতা করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে সবার থেকে সহযোগিতা পাবেন।

বৃশ্চিক রাশি: সরকারের থেকে বড় কিছু পেতে পারেন। তাতে আর্থিক অগ্রগতি ঘটবে। অর্থসংকট কাটবে। আরাম ও সুবিধার জন্য অর্থ ব্যয় হবে। ব্যবসায়ীরা বড় কিছু শুরু করতে পারেন। তা জীবনে নতুন পথ তৈরি করবে। পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা আছে। 

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। তাতে আর্থিক অসুবিধা দূর হবে। নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন। জাতকের খ্যাতি ও গৌরব বাড়বে। কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। বিবাহ এবং প্রেমের সম্ভাবনা বাড়বে।

আরও পড়ুন- পরের বছর মহালয়া কবে, কবে শুরু হচ্ছে পুজো? বোধনের দিনেই জানুন আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট

জ্যোতিষীরা জানিয়েছেন, ১৩ অক্টোবর রবিবার সকাল ৬.০৮ মিনিটে শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৩:৩৯ পর্যন্ত শুক্র বৃশ্চিক রাশিতে থাকবেন। দশেরার পর শুক্রের এই রাশি পরিবর্তন ছয় রাশির জীবনে সুসময় আনতে চলেছে।

Horoscope Kumbha Rashifal rashi Shani