Ajker Rashifal Bengali, 27 April, 2025: গভীর হবে প্রেম, আজ দাম্পত্যে চরম সুখ পাচ্ছেন কারা?

Ajker Rashifal Bengali, 27 April, 2025: অধরা স্বপ্ন হতে চলেছে বাস্তব। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মিলতে পারে পরিত্রাণ। কেমন কাটবে আজ সারাদিন? পড়ুন আজকের রাশিফল।

Ajker Rashifal Bengali, 27 April, 2025: অধরা স্বপ্ন হতে চলেছে বাস্তব। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মিলতে পারে পরিত্রাণ। কেমন কাটবে আজ সারাদিন? পড়ুন আজকের রাশিফল।

author-image
IE Bangla Web Desk
New Update
Sunday horoscope

Sunday Horoscope, 27 April 2025: রবিবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 27 April, 2025: কেমন কাটবে আপনার আজকের দিনটি। কারা পাবেন দাম্পত্য়ে চরম সুখ, জেনে নিন বিস্তারিত।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal (Mesh Rashifal)

অন্যদের জন্য আপনার নিজের প্রতি যত্ন নেওয়ার ইচ্ছাকে বঞ্চিত করবেন না। যেটা মন চাইবে, সেটাই করুন। আর্থিক অগ্রগতির যোগ আছে। আপনি অনেক টাকা পেতে পারেন। বাড়ির সমস্যার জন্য মন খারাপ হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বাড়িতে অনুষ্ঠানের জন্য সময় যে কোনদিক দিয়ে কেটে যাবে, বুঝতেই পারবেন না। আপনার বিবাহিত জীবনের সেরা দিনটির মুখোমুখি হবেন। বন্ধুদের সঙ্গে রসিকতা করার সময় সীমানা বজায় রাখুন। না-হলে বন্ধুত্ব নষ্ট হতে পারে। 

বৃষ/ Taurus রাশিফল Rashifal (Vrish Rashifal)

Advertisment

নিজে থেকে ওষুধ খাওয়ার প্রবণতা ওষুধ নির্ভরতা বাড়িতে তুলতে পারে। ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। না-হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। বন্ধুদের সঙ্গে সন্ধেবেলাটা ভালোই কাটবে। আপনার প্রেমিকা নিজের অনুভূতিগুলি প্রকাশ করতে না-ও পারে। তাতে আপনি বিরক্ত হবেন। তবে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটাতে পারেন আজ। বিবাহিত জীবনে স্বাচ্ছ্যন্দের অভাবে এক দমবন্ধকর পরিস্থিতি বোধ হবে। আপনার যা চাইছেন, তা হল একটু ভালো করে কথা বলা। আপনার মনে বা হৃদয়ে যা আছে, সেটা বলাও একইসঙ্গে গুরুত্বপূর্ণ। কারণ, তাতে প্রেম আরও গভীর হবে। 

মিথুন/ Gemini রাশিফল Rashifal (Mithun Rashifal)

আপনার স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা নিয়ে কথা বলুন। নিজেরা এক প্রেমে পূর্ণ, দায়িত্বশীল দম্পতি হয়ে উঠুন। একে অপরের সঙ্গে সময় কাটান। আপনার বাচ্চারাও ঘরে আনন্দ অনুভব করবে, শান্তি পাবে। তবে অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে। এই পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলার আগে ভালো করে চিন্তা করে কথা বলুন। প্রয়োজনে তাঁদের পরামর্শ নিন। আপনি যাঁর সঙ্গে বাস করেন, তিনি কিন্তু আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হয়ে উঠবেন। ভালোবাসার মানুষকে দরকারে আজ ক্ষমা করে দিন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal (Karkat Rashifal)

আপনার স্বপ্ন সত্যে পরিণত হবে। তবে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। কারণ, খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হয়ে উঠতে পারে। বিনোদনের জন্য খুব বেশি সময় এবং অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। কিছু মানুষের লম্বা-চওড়া প্রতিশ্রুতির কথা ভুলে যান। অশান্তির মধ্যেও নিজের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারবেন। বিবাহিত জীবনে এক পরিবর্তন অনুভব করবেন। আজকের দিনটি মিডিয়ার সঙ্গে যুক্ত জাতকদের জন্য বেশ ভালো দিন হতে চলেছে। 

সিংহ/ Leo রাশিফল Rashifal (Singha Rashifal)  

যদি হতাশ হয়ে পড়েন, তাহলে মনে রাখবেন যে সঠিক কাজ এবং চিন্তা সমস্যা দূর করবে। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করতে পারেন। অবাক হলেও আপনার ভাই আপনাকে উদ্ধার করতে এগিয়ে আসবে। মনে রাখবেন সহযোগিতাই জীবনের মূল মন্ত্র। অন্যের হস্তক্ষেপে আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে সম্পর্ক ধাক্কা খেতে পারে। পরিবারের ইচ্ছা পূরণ করতে নিজেকে সময় দিতে ভুলে যাবেন। তার মধ্যেই দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বের করে নেবেন। পরিবারের সদস্যের সঙ্গে কলহের পরে বাড়িতে বিভেদ দেখা দিতে পারে। স্ত্রীকে পাশে না-ও পেতে পারেন। তবে, ধৈর্য বজায় রাখুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal (Kanya Rashifal)

কোনও বন্ধু আপনার মানসিকতা এবং ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে।  সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিচক্ষণ হতে হবে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও, ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে। সামাজিক জীবনকে কিন্তু, অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান। এতে শুধু যে আপনার মন ভালো থাকবে তাই নয়, সঙ্কোচও কেটে যাবে। 

তুলা/ Libra রাশিফল Rashifal (Tula Rashifal)

আপনার সব সমস্যার সেরা প্রতিষেধক হল হাসি। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বাড়তে পারে। কোন বয়স্ক আত্মীয়ের থেকে আশীর্বাদ পাবেন। আপনি তাঁর ব্যক্তিগত সমস্যা সমাধানে সাহায্য করতে পারেন। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয়; সবাই একদিকে এবং সঙ্গীর সঙ্গে আপনি অন্য দিকে থাকবেন। সময় ব্যবহার করে আজ আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনি কোনও বই পড়তে পারেন অথবা পছন্দসই গান শুনতে পারেন। 

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal (Vrishchik Rashifal)

দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং অনেক টাকা পাবেন। বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাশা প্রকাশ করুন। তাঁরা আপনাকে সাহায্য করার সবরকম চেষ্টা করবেন। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার ক্ষমতা দেবে। সমস্যা দ্রুত মেটানোয় বিশেষ স্বীকৃতি পাবেন। আপনার স্ত্রী আজ আপনাকে পৃথিবীতেই স্বর্গের অনুভব করাবে। কোনও কিছুকে আকর্ষণীয় করে তুলতে নিজের অভিজ্ঞতার ওপর জোর দিন। 

আরও পড়ুন- কাছাকাছি বৃহস্পতি-শুক্র, দুর্লভ যোগে বদলে যেতে চলেছে কয়েকটি রাশির ভাগ্য, আপনিও কি সেই দলে?

ধনু/ Sagitarious রাশিফল Rashifal (Dhanu Rashifal)

ভয়ের প্রতিকার করার জন্য এটিই উপযুক্ত সময়। এটা উপলব্ধি করা উচিত যে ভয় কেবলমাত্র শারীরিক শক্তিকেই কমিয়ে দেয় না, উপরন্তু জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয়। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস তৈরি হবে। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অবিলম্বে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। সঠিক উপদেশ গ্রহণ করুন, সামান্য অবহেলাও সামান্য সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলতে পারে। ভালোবাসার মানুষকে হতাশ করবেন না। করলে, পরে আপশোষ করতে হতে পারে।

আরও পড়ুন- চতুর্গ্রহী যোগে মালামাল কয়েকটি রাশি! সময় থাকতেই দেখে নিন আপনার কপালও ফিরছে কি না?

মকর/ Capricorn রাশিফল Rashifal (Makar Rashifal)

অসুস্থতা থেকে সেরে ওঠা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে সাহায্য করবে। ঋণ পাওয়ার পথে একধাপ এগিয়ে যাবেন। আপনার নতুন উদ্যোগ সম্পর্কে আপনার বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কাল উপযুক্ত। আপনি যদি আপনার প্রেমিকার সঙ্গে বেড়াতে বেরোন একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটান, তবে একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক সমস্যা আপনাকে পীড়া দিতে পারে। 

আরও পড়ুন- মে মাসজুড়ে বাজবে বিয়ের সানাই, জেনে নিন এই মাসে বিয়ের শুভ দিনগুলো

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal (Kumbha Rashifal)

আপনার ওপর অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর্থিকভাবে, আপনি সবল থাকবেন। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার ওপর বিশেষ খুশি থাকবে না। সে আপনি তাঁদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। 

আরও পড়ুন- শুক্রের রাশি পরিবর্তন! মেষে প্রবেশে কাদের ভাগ্যে আসছে সৌভাগ্য ও সমৃদ্ধি, আপনিও কি সেই দলে?

মীন/ Pisces রাশিফল Rashifal (Meen Rashifal)

আপনার বহুদিনের স্বপ্ন সত্যি হবে। কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ সমস্যার কারণ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটান। হাজারো চেষ্টার পরও আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার দেওয়া মূল্যবান উপহার সন্তুষ্ট করতে পারবে না।

Karkat Rashifal rashifal Dhanu Rashifal Kanya Rashifal Kumbha Rashifal Makar Rashifal Mesh Rashifal Meen Rashifal Mithun Rashifal Tula Rashifal Singha Rashifal Vrish Rashifal Vrishchik Rashifal