Horoscope Rashifal: মে মাসজুড়ে বাজবে বিয়ের সানাই, জেনে নিন এই মাসে বিয়ের শুভ দিনগুলো

Vivah Muhurat: সামনেই মে মাসে বিয়ের জন্য ১৫টি শুভ মুহূর্ত রয়েছে। দেখে নিন বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই মাসে বিয়ের দিনগুলো কী কী। জেনে নিন বিস্তারিত।

Vivah Muhurat: সামনেই মে মাসে বিয়ের জন্য ১৫টি শুভ মুহূর্ত রয়েছে। দেখে নিন বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই মাসে বিয়ের দিনগুলো কী কী। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Hindu Marriage: হিন্দু ম্যারেজ

Hindu Marriage: হিন্দু বিবাহ। (প্রতীকী ছবি)

Wedding Dates in May 2025: হিন্দু (Hindu) ধর্মে বিয়ে ( marriage) শুধু সামাজিক রীতিই নয়, এটি ১৬টি গুরুত্বপূর্ণ সংস্কারের অন্যতম। তাই এই পবিত্র কাজটি শাস্ত্রমতে নির্ধারিত শুভ মুহুর্তে করা অত্যন্ত জরুরি। বৈশাখ মাসের মত জ্যৈষ্ঠ মাসেও রয়েছে বেশ কয়েকটি বিয়ের দিন। এই সব শুভদিনে বহু পরিবার বিয়ের আয়োজন করতে চলেছে। ফলে, এপ্রিলের মত মে মাসজুড়েও বেজে উঠবে বিয়ের সানাই।

Advertisment

পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের ৪, ৮ ১৫, ২৬, ২৯ এবং জ্যৈষ্ঠ মাসের ৯, ১৮, ২৮, ৩০ তারিখ বিয়ের জন্য শুভ। আষাঢ় মাসে বিয়ের শুভ দিন রয়েছে ১৯, ২০, ২১, ২২, ২৭। তবে অবাঙালি হিন্দুরা কয়েকটি বিশেষ দিনে এই বিয়ের ওপর জোর দেবে। তাদের রীতি অনুযায়ী,

আরও পড়ুন- বেকারত্ব দূর করেন অল্পদিনের মধ্যেই, অলৌকিক এই মন্দির ঘিরে ভক্তদের বিশ্বাস তুঙ্গে

মে ২০২৫-এ বিবাহের মোট ১৫টি শুভ দিন

Advertisment
  • ১ মে (বৃহস্পতিবার)

  • ৫ মে (সোমবার)

  • ৬ মে (মঙ্গলবার)

  • ৮ মে (বৃহস্পতিবার)

  • ১০ মে (শনিবার)

  • ১৪ মে (বুধবার)

  • ১৫ মে (বৃহস্পতিবার)

  • ১৬ মে (শুক্রবার)

  • ১৭ মে (শনিবার)

  • ১৮ মে (রবিবার)

  • ২২ মে (বৃহস্পতিবার)

  • ২৩ মে (শুক্রবার)

  • ২৪ মে (শনিবার)

  • ২৭ মে (মঙ্গলবার)

  • ২৮ মে (বুধবার)

এই ১৫টি দিন শুভ বিবাহের জন্য বিশেষভাবে উপযুক্ত বলে অবাঙালি হিন্দুদের পঞ্জিকা অনুযায়ী ধরা হয়েছে।

আরও পড়ুন- চতুর্গ্রহী যোগে মালামাল কয়েকটি রাশি! সময় থাকতেই দেখে নিন আপনার কপালও ফিরছে কি না?

কেন বিবাহের জন্য শুভ মুহূর্তের প্রয়োজন?

আরও পড়ুন- এই সংখ্যাই বদলে দেবে ভাগ্য, বাড়ি-গাড়ি, ধনদৌলতের অভাব থাকবে না কোনও

শাস্ত্রমতে, শুভ সময় নির্বাচনের মাধ্যমে বিবাহের মত পবিত্র কাজ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এই মুহূর্ত মেনে চললে, দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হয়, এমনটাই বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের। পাশাপাশি, পরিবারের মানসিক শান্তি এবং সামাজিক সম্মানও অটুট থাকে বিয়ের শুভ সময় মেনে চললে।

আরও পড়ুন- আজ জ্যোতিষ মতে বিশেষ যোগ! এই কাজগুলো করলেই মিলবে অঢেল ধন, খুলে যাবে ভাগ্য

তাই দেরি না করে, এখন থেকেই শুরু করুন প্রস্তুতি

যদি আপনি বা আপনার পরিবার মে মাসে বিয়ের কথা ভাবছেন, তাহলে এখনই দিন নির্ধারণ করে শুরু করে দিন প্রস্তুতি। মণ্ডপ, পাত্র-পাত্রীর পোশাক, আতিথেয়তা— সবকিছু সঠিক পরিকল্পনায় করতে সময় লাগে।  তারিখগুলো আগেভাগে জানা থাকলে, সেই সব কাজ করা কিছুটা হলেও সহায়ক হবে।

May marriage Hindu