/indian-express-bangla/media/media_files/QW5Qnqto3gdAQXCr5mLy.jpeg)
Today Tuesday horoscope, 23 September, 2025: মঙ্গলবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 23 September 2025: আজকের দিনটা শুধু পৃথিবীর জন্য নয়, মহাকাশ গবেষণার দিক থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিজ্ঞানীরা বলছেন, খ্রিস্টপূর্ব ১০,০০০ সালের দিকে এক ধূমকেতুর আঘাতেই শেষ হয়েছিল হিমযুগ, আর শুরু হয়েছিল মানব সভ্যতার নতুন অধ্যায়। চলুন দেখে নেওয়া যাক – আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত ১২টি রাশির ভাগ্য কী বলছে।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ আবেগকে অস্বীকার করবেন না। চাঁদের প্রভাব আপনার মনের গভীর আবেগকে জাগিয়ে তুলতে পারে। আনন্দের অশ্রু যেমন আসতে পারে, তেমনি দুঃখেরও। হৃদয় শক্ত করবেন না, অনুভূতিকে প্রবাহিত হতে দিন।
আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন রামচন্দ্রের স্মৃতিবিজড়িত তীর্থে!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আগামী কয়েক সপ্তাহে খরচ বাড়তে চলেছে। বিল মেটানোর পাশাপাশি বিলাসবহুল খরচও হতে পারে। তবে মনে রাখবেন – জীবনে কেবল দুঃখ নয়, আনন্দও প্রয়োজন।
আরও পড়ুন- নবরাত্রিতে এই শুভেচ্ছাবার্তা, উক্তি, স্ট্যাটাস ও ছবি বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন
মিথুন/ Gemini রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে নতুন সম্পর্ক গড়ে তোলার সময়। ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কারভাবে সব কিছু জানান। আপনার কথাবার্তা স্পষ্ট রাখলে সাফল্য আসবেই।
আরও পড়ুন- উকিল থেকে কিংবদন্তি লেখক, ব্যোমকেশ স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অচেনা কাহিনি
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আগামী আট সপ্তাহে মিশ্র অভিজ্ঞতা আসতে পারে। আধ্যাত্মিক চেতনা বাড়বে, তবে সন্দেহও জাগতে পারে। বাস্তব তথ্যের দিকে মনোযোগ দিন।
আরও পড়ুন- দুর্ভাগ্য সহজেই করুন দূর, জানুন আজকের টিপস!
সিংহ/ Leo রাশিফল Rashifal
গ্রহের অবস্থান বদলাচ্ছে। তাই কখনো আশার, কখনও বিরক্তির মিশ্র অনুভূতি হবে। আত্মসংযম ধরে রাখা প্রয়োজন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আজ সতর্ক থাকতে হবে। সুযোগ-সুবিধা নেওয়ার সময় বুঝে সিদ্ধান্ত নিন। কোথায় 'হ্যাঁ' বলবেন আর কোথায় 'না' বলবেন, সেটাই আজকের শিক্ষা।
তুলা/ Libra রাশিফল Rashifal
পরিবার নিয়ে পুরনো সমস্যার সমাধান করার সময় এসেছে। আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে উদ্যোগী হোন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আজ ভালো যোগাযোগ খুবই জরুরি। কোনও পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে, তবে তথ্য সঠিকভাবে উপস্থাপন করলে সাফল্য সম্ভব।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
অন্যদের মতো আপনিও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক দিকটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। ভবিষ্যতের সুরক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
আজকের গ্রহগতি আপনাকে ভবিষ্যতের সমৃদ্ধি নিয়ে ভাবাবে। ধীরে-সুস্থে পরিকল্পনা করুন। প্রিয়জনদের সঙ্গে মনের কথা শেয়ার করুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
আজ আপনি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অর্থনৈতিক দিক যেমন ঝুঁকিপূর্ণ, প্রেমের ক্ষেত্রেও তেমনি। সম্পর্ক টানটান হতে পারে, তাই শান্ত থাকুন।
মীন/ Pisces রাশিফল Rashifal
ভেনাস ও মঙ্গল আপনাকে দ্বন্দ্বে ফেলতে পারে। লড়াই করতে চাইবেন, কিন্তু পরিণতি নিতে পারবেন না। অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে চলুন।