Baba Vanga: ২০২৫ সালের জুলাইয়ে ধ্বংসাত্মক সুনামির ভবিষ্যদ্বাণী! বাবা ভাঙ্গার কথায় কাঁপছে বিশ্ব

Baba Vanga: বাবা ভাঙ্গার ২০২৫ সালের জুলাই মাসের ভয়াবহ সুনামি ও যুদ্ধের ভবিষ্যদ্বাণী ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। সত্যি হলে জাপান ও এশিয়ায় হতে পারে ব্যাপক ধ্বংস! জেনে নিন বিস্তারিত।

Baba Vanga: বাবা ভাঙ্গার ২০২৫ সালের জুলাই মাসের ভয়াবহ সুনামি ও যুদ্ধের ভবিষ্যদ্বাণী ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। সত্যি হলে জাপান ও এশিয়ায় হতে পারে ব্যাপক ধ্বংস! জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Tsunami Warning – July 2025: জাপানের উপকূলে বিশাল সুনামির ঢেউ।

Tsunami Warning – July 2025: জাপানের উপকূলে বিশাল সুনামির ঢেউ। (প্রতীকী ছবি)

Baba Vanga: ভবিষ্যৎ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহল যেন আরও বেড়ে যায় যখন বাবা ভাঙ্গার মত একজন বিখ্যাত ভবিষ্যদ্বক্তার কথায় উঠে আসে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত।

বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী, জুলাই ২০২৫-এ বিরাট ধ্বংস হবে 

Advertisment

২০২৫ সালের জুলাই মাসে জাপানে ধেয়ে আসতে পারে এক বিধ্বংসী সুনামি, যা ২০১১ সালের ভয়ংকর সুনামির থেকেও তিনগুণ বেশি ধ্বংসাত্মক হতে পারে — এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাবা ভাঙ্গার একটি ভবিষ্যদ্বাণী নিয়ে। 

কী বলছেন অনুসারীরা?

বাবা ভাঙ্গা তাঁর জীবদ্দশায় অনেক অস্পষ্ট কিন্তু তাৎপর্যপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছিলেন। ইন্দিরা গান্ধীর হত্যা, ৯/১১ হামলা, ফুকুশিমা বিপর্যয়ের মত অনেক ঘটনাই তাঁর কথার সঙ্গে মিলে গেছে বলে দাবি করেন অনুসারীরা। এবার তাঁদের বিশ্বাস, জাপান-সহ এশিয়ার উপকূলবর্তী দেশগুলি ২০২৫ সালের জুলাইয়ে এক বিধ্বংসী সুনামির মুখোমুখি হতে পারে।

শুধু জাপান নয়, আরও দেশ ঝুঁকিতে

Advertisment

বলা হচ্ছে, এই সম্ভাব্য সুনামির প্রভাব পড়বে শুধু জাপানে নয়, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতেও। উপকূলবর্তী জনবসতিগুলি বিপদের মুখে পড়তে পারে। অতএব, বিশেষ করে জাপান, যেখানে ভূমিকম্প ও সুনামি খুবই স্বাভাবিক ঘটনা, সেখানে এই পূর্বাভাস বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

যুদ্ধের সম্ভাবনা কি ২০২৫-এ?

শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বাবা ভাঙা ২০২৫ সালে একটি বড় যুদ্ধ বা আন্তর্জাতিক সংঘাতের ইঙ্গিতও দিয়েছিলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যায় কি না, তা নিয়েও তর্ক-বিতর্ক চলছে।

বাবা ভাঙা কে ছিলেন?

বুলগেরিয়ার এই রহস্যময় ভবিষ্যদ্বক্তা শৈশবে একটি দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। কিন্তু, তারপর থেকেই তাঁর মধ্যে 'ঐশ্বরিক' দৃষ্টিশক্তি আসে বলে দাবি। তিনি তাঁর জীবনে বহু বড় ঘটনার পূর্বাভাস দিয়েছেন। যদিও এগুলির অধিকাংশই ছিল অস্পষ্ট এবং প্রতীকধর্মী।

সতর্ক থাকা কি জরুরি?

ভবিষ্যদ্বাণী মানেই যে তা হুবহু সত্যি হবে, তা নয়। কিন্তু কোনও আশঙ্কা যদি বিজ্ঞানের সঙ্গে মেলে, তবে প্রস্তুত থাকা ভাল। জাপান একাধিকবার সুনামির কবলে পড়েছে, তাই এমন ইঙ্গিত হালকাভাবে নেওয়া অনুচিত। বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী সত্যি হবে কি না, তা সময়ই বলবে। তবে সচেতনতা ও সতর্কতা সর্বদা জরুরি। কারণ প্রকৃতি কখন, কীভাবে আঘাত হানে, তা কেউ জানে না।

Vanga Baba