Surya Gochar 2025: অবস্থান বদলাচ্ছে সূর্য, এই ৫ রাশির জীবনে আসছে সুবর্ণ সুযোগ, সম্মানের সঙ্গে বাড়বে ব্যাংক ব্যালেন্সও

In 2025, the transit of the Sun will bring honor, wealth, and success for 5 zodiac signs. Find out which signs will benefit the most: ২০২৫ সালে সূর্যের গোচরে পরিবর্তন ৫টি রাশির জীবনে আনবে সম্মান, অর্থ ও সাফল্যের সুবর্ণ সুযোগ।

In 2025, the transit of the Sun will bring honor, wealth, and success for 5 zodiac signs. Find out which signs will benefit the most: ২০২৫ সালে সূর্যের গোচরে পরিবর্তন ৫টি রাশির জীবনে আনবে সম্মান, অর্থ ও সাফল্যের সুবর্ণ সুযোগ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Suryadeb: সূর্যদেব

Suryadeb: সূর্যদেব।

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহদের রাজা হলেন সূর্যদেব (sun)। তাঁর অবস্থান পরিবর্তন, ১২ রাশির জীবনে বিরাট প্রভাব ফেলে। বর্তমানে সূর্য মীন রাশিতে রয়েছে। ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ নাগাদ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। সূর্যের এই অবস্থান পরিবর্তন বিভিন্ন রাশির (rashi) জীবনে বিরাট প্রভাব ফেলতে চলেছে। এতে পরিবারে সুখ-শান্তি (good luck) আসবে। পাশাপাশি, জীবনে খুশির জোয়ারও আসতে চলেছে। চলুন দেখে নিই, ১২ রাশির মধ্যে কোন ৫ রাশির জীবনে সূর্য বিরাট প্রভাব ফেলতে চলেছে। 

Advertisment

কোন রাশির ওপর কী প্রভাব?

মেষ রাশি (Mesh Zodiac)
এই রাশির লগ্নে রয়েছে সূর্য। যার ফলে, এই রাশির জাতকদের সার্বিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সুখের সময় কাটতে পারে। পাশাপাশি, তাঁদের সঙ্গে আপনার সম্পর্কও মজবুত হতে পারে। পাশাপাশি আপনার প্রেমও গড়গড়িয়ে চলবে সূর্যদেবের কৃপায়। শিক্ষাক্ষেত্রেও অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

মিথুন রাশি (Mithun Zodiac)
সূর্যের কৃপায় অগ্রগতি হতে পারে মিথুন রাশির জাতকদেরও। যার জেরে এই রাশির জাতকরা সর্বক্ষেত্রে উন্নতি করতে পারেন। আর্থিক অবস্থার অগ্রগতি ঘটতে পারে। আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। কর্মক্ষেত্রেও ঘটতে পারে অগ্রগতি। আচমকা হাতে টাকা-পয়সা আসতে পারে। বেতন বাড়তে পারে। ঘটতে পারে পদোন্নতি। এই সব ব্যাপারে সূর্যদেব সর্বতোভাবে জাতকদের সহায়তা করতে পারেন। যার ফলে আপনাদের লক্ষ্যপূরণ করা সহজ হবে।

Advertisment

সিংহ রাশি (Leo Zodiac)
এই রাশির লগ্নেও প্রবেশ করবে সূর্যদেব। যার ফলে, অগ্রগতি ঘটবে সিংহ রাশির জাতকদের। বিভিন্ন ক্ষেত্রে সফলতা আসতে পারে। দীর্ঘদিন ধরে যেসব কাজগুলো বাধার কারণে আটকে আছে, সেই সব বাধা দূর হয়ে যেতে পারে। যে চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে, সেগুলোও ফের সফল হতে পারে।  

বৃশ্চিক রাশি (Vrashchik Zodiac)
সূর্যের এই অবস্থান বদলে উপকৃত হতে পারেন বৃশ্চিক রাশির জাতকরাও। তাঁদের পদন্নোতি হতে পারে। বাড়তে পারে বেতন। নতুন চাকরি পেতে পারেন। প্রতিদ্বন্দ্বী বা শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করতে পারেন। মামলা-মোকদ্দমার ক্ষেত্রেও জিততে পারেন আচমকাই। 

আরও পড়ুন- বলতে পারেন না অনেকেই, পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কী জানেন?

কুম্ভ রাশি (Kumbha Zodiac)
সূর্যের অবস্থান বদলে উপকৃত হবেন কুম্ভ রাশির জাতকরাও। তাঁদের চাকরি এবং ব্যবসা, উভয়ক্ষেত্রেই অগ্রগতি ঘটতে পারে। জীবনসঙ্গিনীর খোঁজ পেতে পারেন। তাঁর সাহচর্যে সুন্দর জীবন কাটানোর সুযোগ পেতে পারেন। সূর্যের কৃপায় এই রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে। আত্মবিশ্বাস, সাহসও বৃদ্ধি পাবে। প্রশাসনে কর্মরত থাকলে, দক্ষতার পরিচয় দেবেন। খুলে যেতে পারে পদোন্নতির রাস্তা।

sun rashi good luck