Hindu New Year 2025 Horoscope: বৈদিক পঞ্জিকা অনুযায়ী, হিন্দু সম্বত ২০৮২ সূচনা হবে ৩০ এপ্রিল অর্থাৎ চৈত্র নবরাত্রিতে। এই সম্বতের নাম হবে সিদ্ধার্থী সম্বত। এবার রাজা এবং মন্ত্রী দুই-ই হবেন সূর্য। সম্বত লগ্ন হবে সিংহ লগ্ন। এই সময়ে সূর্য এবং চন্দ্র মীন রাশিতে অবস্থান করবেন। এবারের সম্বতের আরম্ভ দুর্লভ সংযোগ দিয়ে দিবে কারণ সূর্য, চন্দ্র, শনি, বুধ ও রাহু এই পাঁচ গ্রহের যুতি তৈরি হবে। একইভাবে বুধাদিত্য এবং মালব্য রাজযোগও নির্মাণ হবে। এই অবস্থায় এই সম্বত কিছু রাশির জন্য লাভদায়ক হতে চলেছে। এই রাশির জাতকদের আকস্মিক ধনলাভ এবং উন্নতির যোগ তৈরি হবে। জেনে নিন ভাগ্যবান রাশি কোনগুলি-
মিথুন রাশি
এই রাশির জন্য হিন্দু নববর্ষ লাভদায়ক হবে। কারণ এই রাশিতে শনিদেব অবস্থান করবে। এই সময়ে যাঁরা চাকরি বদলের চেষ্টা করবেন তাঁরা সাফল্য পাবেন। নতুন চাকরি পাবেন। চাকরিজীবীদের জন্য ভাল সময় যাবে। সহকর্মীদের সঙ্গ পাবেন। আর্থিক স্থিতি ভাল হবে। সেইসঙ্গে এই সময়ে ব্যবসায়ীদেরও ধনলাভ হবে। ব্যবসা বিস্তার লাভ করবে এবং বেকারদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশি
এই রাশির জন্য হিন্দু নববর্ষ শুভ ফলদায়ী সিদ্ধ হবে। কারণ ২৯ মার্চ শনির গোচরের ফলে শনির সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। তাই এই সময়ে উন্নতির পথ প্রশস্ত হবে। সেইসঙ্গে চাকরিজীবীদের পদোন্নতি হবে। অনেক নতুন প্রস্তাব পাবেন। নতুন নতুন কাজ করবেন এবং তাতে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস আগের থেকে অনেক বাড়বে। নতুন পেশাদারি সম্পর্ক তৈরিতে নজর দিন। উপার্জনের নতুন নতুন দিশা পাবেন। বিবাহিত দম্পতিদের সন্তান লাভ হতে পারে।
আরও পড়ুন অর্থসমস্যা চিন্তা বাড়াবে, কাছের মানুষকে বিশ্বাস করলেই সর্বনাশ! সূর্য গোচরে কোন কোন রাশির উপর বিরাট প্রভাব?
কন্যা রাশি
হিন্দু নববর্ষ অনুকূল হতে পারে এই রাশির জন্য। এই সময়ে আকস্মিক ধনলাভ হতে পারে। কেরিয়ারে উন্নতির সঙ্গে সঙ্গে ভাগ্যও আপনার পুরোপুরি সঙ্গ দেবে। পড়ুয়ারা এই সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। পরিবার পরিজনের সঙ্গে ভাল সময় কাটবে। বাড়ি বা অন্য কোনও সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে। সেইসঙ্গে এই সময়ে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। এই সময়ে আপনার অনেক ইচ্ছাপূরণ হবে। অনেক সঞ্চয় করতে পারবেন।