Advertisment

Rashifal 1 ‌December 2018: সপ্তাহের শেষদিনে কী অপেক্ষা করছে আপনার ভাগ্যে, জানুন রাশিফল

Today's Rashifal 1 December 2018: আজ শুধু আরাম করার দিন। তবে সকালে উঠে রাশিফলে চোখ বোলাতে ভুলবেন না। ভালোয় মন্দে ছুটির দিনটা কেমন কাটবে তা জেনে নিন সকাল সকালই। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Free Today's Horoscope in Bengali: জানুন আজকের রাশিফল।

Rashifal 1 December 2018: এই সপ্তাহের মতো ঝক্কি শেষ। এখন উইকএন্ড কাটানোর পালা। দেরি করে ঘুম থেকে উঠে আয়েশ চায়ে চুমুক। বসের কচকচনি নেই, অফিসের রান্না নেই। বাজার সারার তাড়া নেই। সব মিলিয়ে আজ শুধু আরাম করার দিন। তবে সকালে উঠে রাশিফলে চোখ বোলাতে ভুলবেন না। ভালোয় মন্দে ছুটির দিনটা কেমন কাটবে তা জেনে নিন সকাল সকালই।

Advertisment

মেষ- বুধ আপনার যোগাযোগের রাস্তা তৈরি করেছে। এ ক্ষেত্রে অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। দিনটি মিশ্র কাটবে। চাকুরি ক্ষেত্রে সাফল্য নাও হতে পারে। উপার্জন ভাগ্য ততটা শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে ক্ষণিকের পরিচয়ে কেউ প্রিয়ভাজন হয়ে উঠতে পারে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে।

বৃষ- অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প। শরীর খুব একটা ভালো যাবে না। সবসময় পরিশ্রান্ত মনে হবে।

আরও পড়ুন: মাঠের মধ্যে কোহলির এই আচরণ বরদাস্ত করলেন না নেটিজেনরা

মিথুন- মানসিক চিন্তায় থাকবেন। চলাফেরায় সতর্কতা প্রয়োজন। আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা।

কর্কট- অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। প্রেমের ক্ষেত্রে প্রস্তাব আসবে তবে সঙ্গী নির্বাচনে সতর্ক না হলে বিপদের সম্ভাবনা রয়েছে। মিথ্যা অপবাদ হতে পারে। সম্মানহানি যোগ রয়েছে। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন।

সিংহ- সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। উপার্জন ভাগ্য ততটা শুভ নয়। আয় হবে খরচও হবে। হিসেব কষে চলুন। প্রেমের ক্ষেত্রে কোনও প্রস্তাব পেলেও সম্মতি জানানোর প্রয়োজন নেই। সময়টা শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে মিশ্রফল।

আরও পড়ুন: বিএসএনএল-কে বঞ্চিত করে জিওর সুবিধে করা কেন? সারা ভারত ধর্মঘটে কর্মীরা

কন্যা- আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে।

তুলা- নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। উপার্জন ভাগ্য শুভ। খরচ হবে আবার সঞ্চয়ও হবে। শেয়ার বা ফাটকায় লাভ হবে। ব্যবসা ক্ষেত্রে মুনাফা হবে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে।

বৃশ্চিক- একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। উপার্জন ভাগ্য শুভ। খরচ হবে আবার সঞ্চয়ও হবে। শেয়ার বা ফাটকায় লাভ হবে। ব্যবসা ক্ষেত্রে মুনাফা হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে।

আরও পড়ুন: আরও এক নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী

ধনু- পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হতে পারে। শরীর নিয়ে সমস্যা না থাকলেও মানসিক শান্তি বিঘ্নিত হবে। চলাফেরায় সতর্কতা প্রয়োজন। বাতের রোগে আক্রান্ত হতে পারেন।

মকর- অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এ ক্ষেত্রে। শরীর সুস্থ থাকবে।

কুম্ভ- পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। চাকুরিক্ষেত্রে উদ্বেগ হলেও যা ন্যায্য তা করতে পিছপা হবেন না। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে কোনও প্রস্তাব পেতে পারেন।

আরও পড়ুন: Pornhub Banned: ‘পর্ন সাইট নিষিদ্ধ হলে ভারতীয়দের ক্ষতির সম্ভাবনা’

মীন- কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে। উপার্জন ভাগ্য শুভ। আচমকা অর্থ প্রাপ্তি হতে পারে। ব্যবসা ক্ষেত্রেও সফল হবেন। সঞ্চয় তেমন হবে না। ঋণও করতে হবে না।

Advertisment