scorecardresearch

Daily Rashifal 22 January: মঙ্গলময় কাটবে তো দিন? জানুন রাশিফল

Daily horoscope 22 January: চায়ের কাপে প্রথম চুমুক দেওয়ার আগেই দেখে নিন, কেমন কাটতে চলেছে আপনার দিন টা। তবে হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রের বাইরেও আপনার নিজের ওপরেও অনেকটাই নির্ভর করছে, দিনটা কেমন কাটবে।

horoscope
Today's Astrology Horoscope Prediction in Bengali: জেনে নিন আপনার রাশিফল।

শীতের সকালের কুুয়াশা উপভোগের সময় নেই মোটেই, নাকে মুখে গুঁজেই বেরিয়ে পড়তে হবে। আজকাল তো জীবনের বেশিরভাগটাই গিলে ফেলছে নটা ছটার ওই বদ্ধ কিউবিক্যাল। তবু খুব বেশি বদলের উপায় যে নেই তা সকলেরই জানা। তাই এসবের মধ্যেই আপনাকে খুঁজে নিতে হবে ভাল থাকার রসদ।

তবে উইকেন্ড ট্রিপ, হাওয়াবদল এসবের বাইরেও নিজের ভাগ্য নিয়েও ভাবনাচিন্তা সেরে রাখতে হবে আপনাকে। তাই সবকিছুর আগে দিনের শুরুতেই একবার চোখ বুলিয়ে নিন রাশিফলে। দেখে নিন জ্যোতিষ শাস্ত্র কী বলছে। কোথায়, কখন সামলে চলতে হবে তা তো জেনে গেলেনই, এবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ুন কাজে।

মেষ- বুধ আপনার যোগাযোগের রাস্তা তৈরি করেছে। এ ক্ষেত্রে অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে। আপনার কুমন্তব্যে সংসারে অশান্তির যোগ। আলপটকা মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখুন। পেশাগত জীবনে আজ গুরুগম্ভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি। সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্য ধরে কথা বলুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে।

আরও পড়ুন, ভারতীয় নাগরিকত্ব ছাড়লেন মেহুল চোকসি

বৃষ- ব্যবসায় বাড়তি কোনও লাভ আসতে পারে, কিন্তু সাবধান থাকুন। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে।

মিথুন- আপনার মন খোলা স্বভাবের জন্য স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার জায়গা আরও পোক্ত হবে। আপনার গুরুত্ব বাড়বে। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন।

কর্কট- অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার অতীত ভুলতে ভয় পাচ্ছেন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প।  উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ।

আরও পড়ুন, তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ, যাদবপুর সরগরম

সিংহ- সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। প্রিয়জনের কাছ থেকে যথেষ্ট স্নেহ পেতে পারেন। দাঁতের যন্ত্রণার জন্য কাজে মন বসবে না। বাজে ব্যবহারের জন্য বদনাম হতে পারে। নীতির দিক দিয়ে কোনও কিছু ভুল হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি।

কন্যা- আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে। দূরে হোক বা কাছে, কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান।

তুলা- নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। নিজের ভুল কাজের জন্য বিপদ বাড়তে পারে। আজ পরিবারে কারও সঙ্গে অশান্তি হতে পারে।

আরও পড়ুন, ”আমি ভালো নেই”: মৃণাল সেনের শেষ রচনা

বৃশ্চিক- একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা।

ধনু- পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় হতে পারে। ব্যবসায় কোনও উন্নতির যোগ। আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে যাবে। বাড়ির কাছে কোনও ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ।

মকর- অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবেন অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তা দিয়ে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এক্ষেত্রে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি।

আরও পড়ুন, আমি জানি ও ফিরবেই: জেএনইউ-য়ের হারানো ছাত্র নাজিবের মায়ের সাক্ষাৎকার

কুম্ভ- পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। ব্যবসায় মন্দা পড়তে পারে। বিবাহঘটিত জীবনে অশান্তি। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকালের দিকে অবস্থার শুভ পরিবর্তন। বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন।

মীন- কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন।

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Bengali App.

Web Title: Horoscope ajker rashifal today january 8 2019 aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces