Rashifal 9 January 2019: নতুন বছরটা সবে শুরু হয়েছে, পুরনো সব ভুলে নতুন করে শুরু করার পালা। যা গেছে তা যাক, এক রাশ নতুন স্বপ্ন দানা বাঁধুক চোখে। কাটুক সমস্ত বাঁধা বিপত্তি। সুন্দর হোক আপনার আগামী। ভুল গুলো শুধরে নিয়ে ফের নতুন করে পথ চলা শুরু হোক আজ থেকেই।
আর নতুন পথ চলা শুরুর আগে, সকালের ব্রেকফাস্ট সারতে সারতে চট করে একবার দেখে নিন রাশিফল কী বলছে। কেমন কাটবে আপনার গোটা দিন। দেখে নিন আজকের রাশিফল। যদি কিছু মন্দও থেকে থাকে তবেও ঘাবড়ানোর কারণ নেই কোনও। নিজের তাগিদে আর কর্মজোরেই বদলে ফেলা যায় ভাগ্য।
মেষ- বুধ আপনার যোগাযোগের রাস্তা তৈরি করেছে। এ ক্ষেত্রে অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে। প্রতিবেশীর দ্বারা চাকরিতে কোনও প্রকার উপকার পেতে পারেন। কোনও লোভে হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
বৃষ- অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প। যে কোনও কাজের জন্য মন সারাদিন চঞ্চল থাকতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চার দিকে নতুন করে সুযোগ মিলবে। পরিশ্রমের ফল ভাল হবে।
মিথুন- আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। ব্যবসায় সকালের দিকে কোনও চিন্তা বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের কোনও কিছু নিয়ে মনে উদ্বিগ্নতা থাকবে।
কর্কট- অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও একটু চাপ থাকবে।
সিংহ- সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সকাল দিকে পিতার সঙ্গে কোনও বিবাদ বাধতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।
কন্যা- আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে।
তুলা- নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। সম্পত্তি কেনাবেচার জন্য সময় ভাল নয়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সন্তানদের নিয়ে চিন্তা।
বৃশ্চিক- একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। কাজের দিকে কোনও অশান্তি আসতে পারে। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে। কারও কোনও কাজের দায়িত্ব আজ নেবেন না।
ধনু- পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এ ক্ষেত্রে।
মকর- অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। একটু সাবধানে থাকুন আর্থিক ক্ষতি হতে পারে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কর্মের সন্ধান আসতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। আপনার বিরোধিতা করবে অনেকেই।
কুম্ভ- পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ ধর্ম বিষয়ক আলোচনায় এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। আজ সারা দিন প্রচুর খাটনি হতে পারে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে।
মীন-আজ দুপুরের পরে শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। নিজের মনের কথা বলার জন্য ভাল মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে।