মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
এই রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রেমের ক্ষেত্রে দায় দায়িত্ব কোনও ভাবেই এড়িয়ে যাবেন না। শরীর ভালো যাবে না। পাওনাদারের কারণে বিরক্ত বোধ করতে পারেন। প্রেমের জন্য কোন হতাশা। সংসারের ব্যাপারে খরচের চাপ বৃদ্ধি।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
চাকুরিক্ষেত্রে মানসিক অশান্তি থাকবে। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে ছোটখাটো সমস্যা থাকবে।মানসিক শান্তি বিঘ্নিত হবে। তাছাড়া শরীর সুস্থ থাকবে। চলাফেরায় সাবধানতা প্রয়োজন। এই সপ্তাহে অর্থকরী কোনও বাধা নেই।
আরও পড়ুন: কোন খাবারে রাতারাতি গ্লো করবে আপনার ত্বক?
মিথুন (২২ মে – ২১ জুন)
আজ মিথুন রাশির জাতক-জাতিকার ব্যবসা-বাণিজ্যে কিছু অগ্রগতি আশা করতে পারেন।পুলিশি হয়রানি বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে। বুঝে খরচ করলে ঋণ হবে না। ব্যবসা ক্ষেত্রে বিশেষ কোনও সমস্যা নেই। মানসিক শান্তি বিঘ্নিত হবে। তাছাড়া শরীর সুস্থ থাকবে। চলাফেরায় সাবধানতা প্রয়োজন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। চিকিৎসায় প্রচুর ব্যয় হতে পারে। গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি। অযথা কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় উন্নতির জন্য কোনও চেষ্টা।
আরও পড়ুন: যত বেশি গরম, তত বেশি আত্মহত্যা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি তুলনামূলক ভাল যাবে। অর্থ ভাগ্য মধ্যম প্রকার। প্রেমের ব্যাপারে অশান্তি আসতে পারে, সতর্ক থাকুন। সৃজনশীল পেশাজীবীদের কাজে কর্মে বাধা-বিপত্তি দেখা দেবে।নিজের চেষ্টায় জীবনে উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
পরীক্ষার্থীরা পরীক্ষায় আশানুরুপ ফলাফল পাবেন না। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। আজ মনে একটু আনন্দের ভাব বাড়তে পারে। নিজের মতে চলবার জন্য অশান্তি বৃদ্ধি। শুভ কাজে বাধা আসতে পারে।বাঁকা পথে আয় না করাই ভাল।
আরও পড়ুন: বাড়িতেই অফিস, সামলাবেন কীভাবে?
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি রয়েছে। ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা ব্যবসায় দ্রুত উন্নতি। বিষন্নতা ও মানসিক রোগে কষ্ট পাবেন। কোষ্ঠ কাঠিন্য ও লিভার সংক্রান্ত রোগে ভুগবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মধ্য ভাগে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের কোনও দরকারি কাজের ব্যবস্থা। ব্যবসায়ের ক্ষেত্রে শুভ।সঞ্চয় কম হবে। এই বছর নতুন কোনও কাজের ব্যপারে মনে একটু ভয় ভাব আসতে পারে । উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনাতে লাভ বৃদ্ধি।
আরও পড়ুন: অনেক তৃণমূল নেতাই এবার দুর্গাপুজো দেখতে পাবেন না: রাহুল সিনহা
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অর্থ ব্যবস্থা ভাল হবে না।প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হলে তা ক্ষতির কারণ হবে না। একে অপরের সঙ্গে সমঝোতা থাকবে। বিবাহিত জীবন শুভ। স্ত্রীর কারণে কোনও বিবাদ আসতে পারে।স্বামী স্ত্রী বিবাদ বাধতে পারে। নতুন প্রেমে আনন্দ বৃদ্ধি। গঠনমূলক কাজের চিন্তা।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পিতা ও মাতার জন্য বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন । নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন। ব্যবসায়ের কোনও ক্ষতি হতে পারে । বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে – এই সময় কোনও মহিলার প্রতি দুর্বলতার জন্য বিপদ। বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে। চাকরির জায়গায় সুনাম বাড়তে পারে। সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদ।
আরও পড়ুন: এনআরএসকাণ্ডে গ্রেফতার দুই
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
স্ত্রীর কারণে খরচ বৃদ্ধি হতে পারে। বছরের মধ্যভাগে লাভের আশায় নতুন কর্মে উদ্যোগ । দাম্পত্য জীবনে অপর কাউকে নিয়ে অশান্তি ।ফটকা প্রাপ্তি হতে পারেআজ দিনটি ভাল কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে কোনও চিন্তা। এই সময় বিবাহের ব্যাপারে কোনও আলোচনা বন্ধ না করাই ভাল।বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ভ্রমণে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন। প্রেমিকার সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কার্যোদ্ধার। দ্বিতীয় প্রেমে নতুন মোড় আসতে পারে।