রাশি মানেন নাকি? অ্যাস্ট্রোলজি যাকে বলে আর কি! এই যে আজ সোমবার সপ্তাহের শুরু, সূর্যের ওঠা নামা, মঙ্গল-বুধ-বৃহস্পতির প্রভাব নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে যেমন, তেমন পিছিয়ে নেই জ্যোতিষশাস্ত্রীরাও। তাঁদের হিসেবে এসব গ্রহণের সঙ্গে নাকি নিদারুণ জড়িয়ে আছে ভাগ্যের ওঠাপড়া। কীভাবে জড়িয়ে আছে জীবনের ওঠানামা, সে প্রশ্ন অবশ্য করা যাবে না। কারণ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কী কী মিলতে পারে জ্যোতিষশাস্ত্র মতে, তার খতিয়ান রইল এখানে। বিশ্বাসমতে বস্তু না মিললে কী হবে, তার খতিয়ান অবশ্য দেওয়া নেই। আপনাদের জন্য রইল মাসের প্রথম সোমবারের ভাগ্যের হিসাব নিকাশ।
মেষ
পড়াশোনার জন্য দিনটি খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে আজ তিনি সুযোগ নিতে পারেন। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।
বৃষ
আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।
আরও পড়ুন:জিওকে টেক্কা! কলকাতায় আপনার কেবল অপারেটরের সঙ্গে জোটে বিএসএনএল
মিথুন
কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাধতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার। কারও বিয়ের খবরে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে।
কর্কট
মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।
কোনও ভুল কাজের জন্য আপমানিত হতে হবে। পড়াশোনার জন্য মনে ভয় ভাব। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ।
সিংহ
মামলার ব্যাপারে কোনও খরচ। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে।
কন্যা
আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। ব্যবসার জন্য ঋণ নিতে হতে পারে। সম্পত্তি কেনা বেচার ভাল দিন আজ। আপনার জন্য কেউ আঘাত পেতে পারে।
আরও পড়ুন: মমতার জয় হিন্দ বাহিনীর নতুন শুরু, তোয়াক্কা করছে না আরএসএস-ভিএইচপি
তুলা
আজ সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনও কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও খারাপ অভ্যাস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগী ব্যবসার ফল ভাল পাওয়া যাবে।
বৃশ্চিক
সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। চাকরির জায়গায় সুনাম বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। কানে কোনও সমস্যা হতে পারে।
ধনু
কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, কোনও রকম আঘাত লাগতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে।
মকর
স্বাস্থ্য ভাল থাকবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য ভীষণ মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কাজের জায়গায় প্রচুর সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূর্ণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।
কুম্ভ
কোনও নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। চিন্তা বৃদ্ধি পাবে। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দও থাকবে।
মীন
বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। বাড়ি তৈরির শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
Get all the Latest Bengali News and Bengali Horoscope at Indian Express Bangla. You can also catch all the latest update on Bangla Rashifal by following us on Twitter and Facebook
Web Title:
'মমতার অনুপ্রেরণায় অনুপ্রাণিত', তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী ও পিয়া সেনগুপ্ত
নিজেকে তৃণমূলের 'একনিষ্ঠ কর্মী' দাবি করেও বহিষ্কৃত বৈশালীর পাশে রাজীব
গোপনে বাগদান সেরেছেন সিরাজ, বান্ধবীর কথা জানাজানি হতেই স্বীকার তারকার
রিল নয়-রিয়াল, আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ১৯ বছরের তরুণী
হাতে পড়ে মাত্র ১০.৮৫ কোটি! নিলামের আগেই কেকেআরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন
'যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি', কুলতলিতে সরব অভিষেক
কালীঘাটে প্রকাশ্যে পড়ে বস্তাবন্দি পোড়া টাকা! এলাকায় হইচই, চাঞ্চল্য
'অসুর' সম্প্রদায় থেকে এসেছেন মমতা, জিনেও সমস্যা আছে, 'কদর্য' আক্রমণ বিজেপি নেতার
কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ, নাসিক থেকে মুম্বইয়ের পথে হাজারো কৃষক
'জয় শ্রীরাম শুনে কারও গাত্রদাহ হওয়ার কথা নয়', মুখ্যমন্ত্রীকে খোঁচা চন্দ্র বসুর
'জয় শ্রীরাম' ধ্বনির পাল্টা 'জয় হিন্দ'! অপমানের জবাব দিলেন মমতা
স্মরণীয় জয়ের পুরস্কার! সবাই নয়, ছয় তারকাকে দামি 'থর' গাড়ি দিচ্ছে মাহিন্দ্রা