Ketu Gochar 2025: কেতুর কৃপায় রাজা হবে এই ৩ রাশি, পাপী গ্রহের খেলায় প্রচুর ধনসম্পদ লাভ হবে কোন মাসে?

Ketu Gochar 2025 in Bengali: রাশিচক্রের তিনটি রাশি রয়েছে যাঁদের জীবনে আকস্মিক ধনলাভ এবং উন্নতির যোগ তৈরি হবে কেতুর গোচরে। জেনে নিন ওই ৩ ভাগ্যবান রাশি কোনগুলি

author-image
IE Bangla Web Desk
New Update
Ketu Gochar 2025:  ১৮ মাস পর রাশি পরিবর্তন বা গোচর করে পাপী গ্রহ কেতু

Ketu Gochar 2025: ১৮ মাস পর রাশি পরিবর্তন বা গোচর করে পাপী গ্রহ কেতু

Ketu Gochar 2025 in Bengali: বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়। মূলত ১৮ মাস পর রাশি পরিবর্তন বা গোচর করে পাপী গ্রহ কেতু। বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। মে মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু গ্রহ। ফলে সব রাশির উপর প্রভাব পড়বে এই কেতু গোচরের। তবে রাশিচক্রের তিনটি রাশি রয়েছে যাঁদের জীবনে আকস্মিক ধনলাভ এবং উন্নতির যোগ তৈরি হবে কেতুর গোচরে। জেনে নিন ওই ৩ ভাগ্যবান রাশি কোনগুলি-

Advertisment

মিথুন রাশি

কেতু গ্রহের রাশি পরিবর্তনের ফলে এই রাশির জাতক-জাতিকারা লাভবান হতে পারেন। এই সময়ে অর্থ উপার্জনের নয়া দিশা খুলে যাবে। আয়ের নতুন উপায় খুঁজে পাবেন। চাকরি বদল করার নতুন প্রস্তাব পাবেন। ভাই-বোনের কাছে থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা ব্যবসায় সাফল্য পাবেন। পুরনো বিনিয়োগ থেকে ব্যবসায়ীরা লাভ করতে পারেন।

বৃশ্চিক রাশি

Advertisment

কেতু গ্রহের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দারুণ লাভ হবে। এই সময়ে আপনার কাজ-ব্যবসায় বিশেষ উন্নতি হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা সফল হবেন। কেতু গোচরের ফলে কেরিয়ার এবং টাকা-পয়সা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল হবে। পরিশ্রমের দাম পাবেন কর্মক্ষেত্রে। চাকুরিজীবীদের জন্য বিদেশি সংস্থায় কাজের সুযোগ আসবে। নতুন চুক্তির ফলে ব্যবসায়ীদের লাভ হবে।

আরও পড়ুন পাপী গ্রহ কেতুর সঙ্গে জুটি বাঁধবে মঙ্গল, এই ৩ রাশির ভাগ্য পাল্টে যাবে, মিলবে বাম্পার লাভ

ধনু রাশি

আপনাদের জন্য কেতু গ্রহের রাশি পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে। এই সময়ে ভাগ্য সহায় হবে। চাকুরিজীবীদের জন্য সুখবর নিয়ে আসবে। অনেক সমস্যার সমাধান হবে এবং কেরিয়ারে উন্নতির রাস্তা খুলে যাবে। ব্যবসা-বাণিজ্যে অনেক লাভ হবে। এই সময়ে স্বাস্থ্য ভাল থাকবে। দেশ-বিদেশের সফর শুরু করতে পারবেন। ধার্মিক এবং মাঙ্গলিক কাজে শামিল হবেন।

Mithun Rashifal Vrishchik Rashifal Dhanu Rashifal Astrology Horoscope Bengali Horoscope