Advertisment

Ketu-Mangal Yuti 2025: পাপী গ্রহ কেতুর সঙ্গে জুটি বাঁধবে মঙ্গল, এই ৩ রাশির ভাগ্য পাল্টে যাবে, মিলবে বাম্পার লাভ

Ketu-Mangal Yuti 2025: পঞ্জিকা অনুযায়ী, পাপী গ্রহ কেতু ১৮ মে ২০২৫ সালে বিকেল ৪.৩০ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, গ্রহ সেনাপতি মঙ্গল ৭ জুন ভোররাত ২.২৮ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। যার ফলে দুই গ্রহের যুতি তৈরি হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ketu-Mangal Yuti 2025: মঙ্গল-কেতুর যুতিতে কোন কোন রাশির উপর বেশি প্রভাব পড়বে

Ketu-Mangal Yuti 2025: মঙ্গল-কেতুর যুতিতে কোন কোন রাশির উপর বেশি প্রভাব পড়বে

Ketu-Mangal Yuti 2025: পাপী গ্রহ কেতুকে ছায়া গ্রহ বলা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর ব্যাপক প্রভাব রয়েছে। কেতু একটি নির্দিষ্ট সময় অর্থাৎ ১৮ মাস পর রাশি পরিবর্তন করে। এর কারণে রাশিচক্র সম্পূর্ণ করতে কেতুর ১৮ বছর সময় লাগে। বর্তমানে কেতু কন্যা রাশিতে বিরাজমান। কিন্তু মে মাসে কেতু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। কেতু সর্বদা বক্রচালে চলে। এর কারণে কেতু সবসময় এক রাশি পিছনে যায়। এদিকে, গ্রহ সেনাপতি মঙ্গলও জুন মাসে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এর ফলে দুই গ্রহের যুতি তৈরি হবে। অঙ্গারক যোগ তৈরি হবে। এই যোগকে সবচেয়ে বিধ্বংসী যোগ বলা হয়। কারণ ১২টি রাশির পাশাপাশি দেশ-দুনিয়াতেও এর প্রভাব পড়বে। জেনে নিন মঙ্গল-কেতুর যুতিতে কোন কোন রাশির উপর বেশি প্রভাব পড়বে।

Advertisment

পঞ্জিকা অনুযায়ী, পাপী গ্রহ কেতু ১৮ মে ২০২৫ সালে বিকেল ৪.৩০ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, গ্রহ সেনাপতি মঙ্গল ৭ জুন ভোররাত ২.২৮ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। যার ফলে দুই গ্রহের যুতি তৈরি হবে। দুই গ্রহের মিলনে আক্রমণাত্মক, আগ্রাসন, শক্তি, ক্রোধ, তেজ বাড়বে। একইসঙ্গে আধ্য়াত্মিক দিকে মনোযোগও বাড়ে।

মিথুন রাশি (Mithun Zodiac)

এই রাশির জাতকদের জন্য কেতু-মঙ্গল যুতির ফলে ইচ্ছাশক্তি দ্রুত বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক দিকে ঝুকবেন। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। লক্ষ্যে অবিচল থেকে এগোবেন। লক্ষ্যপূরণে সাফল্য আসবে। আত্মমন্থন করবেন, যার পলে নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সুখ-সমৃদ্ধি  আসবে জীবনে।

Advertisment

সিংহ রাশি (Singha Zodiac)

এই রাশির লগ্ন ঘরে মঙ্গল-কেতু যুতি তৈরি হবে। ফলে রাশির জাতক-জাতিকাদের উচ্চশিক্ষার যোগ তৈরি হবে। ধার্মিক কর্মসূচিতে যোগ দেওয়ার প্রবণতা বাড়বে। কেতুর কারণে নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সরকারি চাকরির জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সাফল্য পাবেন। কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। জীবনে সুখ-শান্তি আসবে। কিন্তু কোনওরকম সিদ্ধান্ত তাড়াহুড়োয় নেবেন না। এতে ভবিষ্যতে অনেক সমস্যা বাড়বে।

আরও পড়ুন মাঘী পূর্ণিমায় কপাল খুলবে ৩ রাশির, অর্থ-যশ-উন্নতিতে বদলাবে দিন

ধনু রাশি (Dhanu Zodiac)

ধনু রাশির জাতকদের জন্য অঙ্গারক যোগ অনেক লাভদায়ক হবে। এই রাশির জাতকরা সর্বক্ষেত্রে অপার সাফল্য পাবেন। এই রাশিতে কেতু-মঙ্গলের যুতি নবম স্থানে হতে চলেছে। এই কারণে এই রাশির জাতক-জাতিকারা তীর্থযাত্রায় যেতে পারেন। সাধনা, ধ্যান এবং প্রাণায়ামের দিকে ঝোঁক বাড়বে। জীবনে অনেক সুখ আসবে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। পরিবার-পরিজন আপনার পাশে থাকবে। সন্তানের দিকে মনোযোগ বাড়বে।

বিধিবদ্ধ সতর্কীকরণ

গ্রহের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। কোনও রাশির জাতক-জাতিকার জীবনে কী প্রভাব পড়বে তা গ্রহনক্ষত্রের উপর নির্ভর করছে। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার নিজস্ব কোনও মতামত নেই। কোনও রকম পরামর্শ এবং তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Mithun Rashifal Singha Rashifal Dhanu Rashifal Astrology Horoscope Bengali Horoscope
Advertisment