Krishna Janmashtami: এই সময়ে জন্মাষ্টমীর পূজায় মিলবে শুভ ফল? জানুন বিস্তারিত!

Krishna Janmashtami: জন্মাষ্টমী ২০২৫ তারিখের শুভ মুহূর্ত কখন, জেনে নিন। শ্রীকৃষ্ণ পূজার উপকরণ, উপবাস, বিশেষ ৪৩ মিনিটের পূজার সময়সূচি পড়ুন। জানুন, পূজার সঠিক রীতি কী!

Krishna Janmashtami: জন্মাষ্টমী ২০২৫ তারিখের শুভ মুহূর্ত কখন, জেনে নিন। শ্রীকৃষ্ণ পূজার উপকরণ, উপবাস, বিশেষ ৪৩ মিনিটের পূজার সময়সূচি পড়ুন। জানুন, পূজার সঠিক রীতি কী!

author-image
IE Bangla Web Desk
New Update
Gopal

Krishna Janmashtami: কৃষ্ণ জন্মাষ্টমী ২০২৫।

Shri Krishna Janmashtami: হিন্দু ধর্মে অন্যতম প্রধান উৎসব হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই দিনটি পালন করা হয়। ভক্তরা একে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও ডাকেন। ২০২৫ সালে এই উৎসব আরও বিশেষ। কারণ, পূজার জন্য নির্দিষ্ট ৪৩ মিনিটের এক মহাশুভ সময় রয়েছে।

জন্মাষ্টমী ২০২৫-এর তিথি

Advertisment

জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হয়েছে ১৫ আগস্ট রাত ১১:৪৯ মিনিটে এবং শেষ হবে ১৬ আগস্ট রাত ৯:৩৪ মিনিটে। উদয়তিথি অনুসারে, জন্মাষ্টমী পালন করা হবে ১৬ আগস্ট, শনিবার। পূজার বিশেষ সময় থাকবে ১৭ আগস্ট রাত ১২:০৪ থেকে ১২:৪৭ পর্যন্ত (৪৩ মিনিট)। পারন করা যাবে ১৭ আগস্ট ভোর ৫:৫১-এর পর।

আরও পড়ুন- জন্মাষ্টমী ২০২৫, কৃষ্ণের বাঁশি দিয়ে দূর করুন বাস্তু দোষ, আসবে শান্তি-সমৃদ্ধি

Advertisment

শ্রীকৃষ্ণ জন্মেছিলেন মথুরার কারাগারে, ভক্তদের কাছে তিনি প্রেম, ভক্তি ও ধর্মনীতির প্রতীক। জন্মাষ্টমীর দিনে ভক্তরা লাড্ডু গোপাল রূপে শ্রীকৃষ্ণকে সাজিয়ে পূজা করেন। শ্রীকৃষ্ণের এই দিন জন্ম উপলক্ষে দেশজুড়ে মন্দিরে ভজন, কীর্তন ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মাষ্টমীর দিনে ভোরে উঠে স্নান করে উপবাসের সংকল্প নিতে হয়। লাড্ডু গোপালকে দোলনায় বসিয়ে দুধ ও গঙ্গাজলে অভিষেক করা হয়। এরপর নতুন পোশাক, মুকুট, বাঁশি ও বৈজয়ন্তী মালা পরানো হয়। মাখন, মিশ্রি, ফল, দুধ, তুলসী পাতা-সহ বিভিন্ন প্রসাদ নিবেদন করা হয়। গভীর রাতে শ্রীকৃষ্ণের জন্মমুহূর্তে আরতি করা হয় এবং ভক্তরা ভজন-সংকীর্তনে মাতেন।

আরও পড়ুন- জন্মাষ্টমীতে কখন করবেন গোপালের পূজা? দিনক্ষণ, শুভ তিথি, ভাগ্যবান রাশি জেনে নিন

পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ

ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা লাড্ডু গোপাল। দোলনা, বাঁশি, মুকুট ও অলঙ্কার। তুলসী পাতা, ফল, মাখন, মিশ্রি। দুধ, গঙ্গাজল, চন্দন, চাল, হলুদ। নারকেল, মৌলি, সুগন্ধি, ধূপ-প্রদীপ। কর্পূর, সিংহাসন, ময়ূরের পালক। এই সমস্ত উপকরণ দিয়ে ভক্তরা কৃষ্ণ পূজা করে থাকেন।

আরও পড়ুন- গণেশ চতুর্থীর সঠিক তারিখ কবে? ফল পেতে পূজার নিয়ম জানুন

এবং

আরও পড়ুন- টাকা, সম্পর্ক ও সুযোগের নতুন দিক খুলছে, কোন রাশির ভাগ্যে কী আছে জানুন

শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে মাখনচোর, গোপাল ও গোপীনাথ রূপে পরিচিত। তাই জন্মাষ্টমীর দিনে মাখন-মিশ্রি ভোগ হিসেবে অর্পণ করা হয়। ভক্তরা উপবাস পালন করেন এবং শ্রীকৃষ্ণের জন্মমুহূর্তে ভোগ ভক্তি সহকারে নিবেদন করেন। ২০২৫ সালের জন্মাষ্টমী অন্য বছরের তুলনায় একটু আলাদা। কারণ এবার শ্রীকৃষ্ণ জন্মতিথির সময়ে রোহিণী নক্ষত্রের সংযোগ নেই। তবে পূজার বিশেষ সময় থাকছে ১৭ আগস্ট রাত ১২:০৪–১২:৪৭ পর্যন্ত, যা ভক্তদের কাছে অত্যন্ত শুভ বলে বিবেচিত।

Shri Krishna Janmashtami