Janmashtami 2025 Puja Time: জন্মাষ্টমীতে কখন করবেন গোপালের পূজা? দিনক্ষণ, শুভ তিথি, ভাগ্যবান রাশি জেনে নিন

Janmashtami 2025 Puja Time: জন্মাষ্টমী ২০২৫ কবে? কখন পূজা করবেন গোপালকে? জেনে নিন ১৬ আগস্টের শুভ তিথি, নন্দোৎসবের মাহাত্ম্য ও কোন রাশির ভাগ্য খুলবে কৃষ্ণের আশীর্বাদে।

Janmashtami 2025 Puja Time: জন্মাষ্টমী ২০২৫ কবে? কখন পূজা করবেন গোপালকে? জেনে নিন ১৬ আগস্টের শুভ তিথি, নন্দোৎসবের মাহাত্ম্য ও কোন রাশির ভাগ্য খুলবে কৃষ্ণের আশীর্বাদে।

author-image
IE Bangla Web Desk
New Update
Janmashtami 2025

Janmashtami 2025 Puja Time: জন্মাষ্টমীতে পূজার সময় জেনে নিন।

Janmashtami 2025: শ্রীকৃষ্ণের জন্মোৎসব, জন্মাষ্টমী, সনাতন ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এই দিনে ভক্তরা উপবাস, পূজা, ভজন এবং নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে কৃষ্ণের জন্মদিন উদযাপন করেন। 

জন্মাষ্টমীতে কখন করবেন গোপালের পূজা?

Advertisment

২০২৫ সালে জন্মাষ্টমী পড়ছে ১৬ আগস্ট, শনিবার। এর পরের দিন অর্থাৎ ১৭ আগস্ট পালিত হবে নন্দোৎসব। জন্মাষ্টমী তিথি শুরু হবে ১৫ আগস্ট রাত ১টা ১৬ মিনিট ৮ মিনিটে। তিথি শেষ হবে ১৬ আগস্ট রাত ১০টা ৪৮ মিনিট ৩ সেকেন্ড নাগাদ। এই সময়ের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও জন্মোৎসব পালনের শাস্ত্রীয় নিয়ম রয়েছে। বিশেষ করে মধ্যরাত্রিতে কৃষ্ণজন্মের শুভক্ষণে, পূজা ও আবির্ভাব মহোৎসব পালন করা হয়।    

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে আপনার অফিস, ঘর এভাবে সাজান, মুগ্ধ হবে সবাই

শ্রীকৃষ্ণ ছিলেন বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার। কংসের কারাগারে তাঁর জন্ম হয়। শাস্ত্রমতে, এই দিনে ভক্তরা নানান আচার-অনুষ্ঠান পালন করে থাকেন—যেমন রাসলীলা, দহি হান্ডি, কীর্তন, মঙ্গল আরতি ইত্যাদি। নন্দোৎসব জন্মাষ্টমীর পরের দিন পালিত হয়। বৃন্দাবনে এটি অত্যন্ত আনন্দঘন উৎসব। শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ পুত্র জন্ম উপলক্ষে গ্রামের মানুষদের মধ্যে দান-উপহার বিতরণ করেছিলেন। সেই স্মৃতিতেই ভক্তরা এই উৎসব পালন করেন। 

আরও পড়ুন- বিপ্লবী থেকে ঋষি, কতটুকু জানেন শ্রীঅরবিন্দকে?

Advertisment

এই বছর জন্মাষ্টমীতে বিরল জ্যোতিষ সংযোগ ঘটছে। সেগুলো হল সর্বার্থসিদ্ধি যোগ, অমৃতসিদ্ধি যোগ। বৃষ রাশিতে চন্দ্র-শুক্র যোগে কিছু রাশি উপকৃত হবে। 

আরও পড়ুন- জন্মাষ্টমী ২০২৫, কৃষ্ণের বাঁশি দিয়ে দূর করুন বাস্তু দোষ, আসবে শান্তি-সমৃদ্ধি

জন্মাষ্টমীতে ভাগ্যবান রাশি

বৃষ রাশি: চন্দ্রের গোচর বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। সুখ-সমৃদ্ধি, স্বাস্থ্য উন্নতি, আর্থিক লাভ ঘটবে।

কর্কট রাশি: কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক সুখ, ভাগ্যের সহায়তা মিলবে।

সিংহ রাশি: আর্থিক বৃদ্ধি, পদোন্নতি, সুস্বাস্থ্য এবং ইতিবাচক খবর পেতে পারেন।

আরও পড়ুন- জেনে নিন স্বাধীনতা দিবসের রেসিপি, ঘরেই বানান ৪টি ত্রিবর্ণ খাবার

জন্মাষ্টমী পালনের টিপস

মধ্যরাতে কৃষ্ণের জন্মলীলার সময় পূজা করুন। কৃষ্ণমূর্তিকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরান। তুলসী পাতা ও মাখনের ভোগ দিন। শ্রীকৃষ্ণের পদচিহ্নের আলপনা আঁকুন।

2025 Janmashtami