Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে 'বিরল রাজযোগ', সোনায়-সোহাগা এই ৩ রাশির, ধনসম্পত্তির সুনামি আসবে

Maha Shivratri 2025 Shash Malavya Budhaditya Rajyog: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবছর মহাশিবরাত্রির অনেক মাহাত্ম্য রয়েছে। কারণ, মীন রাশিতে বুধ, সূর্য এবং শনি গ্রহের ত্রিগ্রহী যুতি, শশ এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahashivratri 2025

'ব্রহ্ম মুহূর্তে' শিবের পুজোয় ছুটবে সৌভাগ্যের ফোয়ারা! জানুন মহাশিবরাত্রির চার প্রহরের শুভ সময় Photograph: (ফাইল ছবি)

Maha Shivratri 2025 Shash Malavya Budhaditya Rajyog: ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পার্বণ পালিত হয়। আজ, বুধবার ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উদযাপিত হচ্ছে। এই দিনে সাধক ভগবান শিবের বিধিমতো পুজো করলে, সেইসঙ্গে রুদ্রাভিষেক করলে প্রত্যেক রাশির জাতকের কষ্ট থেকে মুক্তি মেলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবছর মহাশিবরাত্রির অনেক মাহাত্ম্য রয়েছে। কারণ, মীন রাশিতে বুধ, সূর্য এবং শনি গ্রহের ত্রিগ্রহী যুতি, শশ এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এরসঙ্গেই মীন রাশিতে মালব্য এবং শুক্র-রাহু যুতি তৈরি হচ্ছে। পাশাপাশি সর্বার্থ সিদ্ধি এবং শিবযোগ তৈরি হচ্ছে। এই সময়ে সবচেয়ে ভাগ্যবান তিন রাশি কোনগুলি জেনে নিন-

Advertisment

মেষ রাশি (Mesh Zodiac)

মেষ রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রির পবিত্র দিন অনেক ভাল কাটবে। এই রাশির জাতকদের হঠাৎ ধনপ্রাপ্তি হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সমাপ্ত হওয়ার সঙ্গে ধন-ধান্যে বৃদ্ধি হবে। জীবনে সুখ-সমৃদ্ধি লাভ হবে। এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। জীবনে খুশি দরজায় কড়া নাড়বে। একইসঙ্গে যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের যোগ তৈরি হবে। চাকরিজীবীদের জন্য এই সময় খুবই সাফল্যমণ্ডিত হবে। শিবের কৃপায় অনেক সাফল্য পাবেন এবং নতুন চাকরির প্রস্তাব পাবেন। সমাজে মান-সম্মান বাড়বে। স্বাস্থ্যও উন্নত হবে।

আরও পড়ুন শিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ, এই চার রাশিতে ঝড় উঠবে, শিবের আর্শীবাদে 'রাজা' হবেন

Advertisment

তুলা রাশি (Tula Zodiac)

এই রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রি বেশ সুখদায়ক হবে। এই রাশির জাতকরা ভাগ্যদেবীর আশীর্বাদ পাবেন। যার ফলে প্রত্যেক ক্ষেত্রে অপার সাফল্যের পাশাপাশি ধনসম্পত্তি লাভ হবে। পিতা-মাতা এবং গুরু-মেন্টরের সঙ্গ পাবেন, যার ফলে লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। উপার্জনের নয়া দিশা পাবেন। অর্থাভাব থেকে মুক্তি পাবেন। প্রেমিক-প্রেমিকারা নিজের প্রেমপূর্ণ ভাবনা থেকে সঙ্গীর মন জিতে নেবেন। দম্পতিদের সন্তান সুখ প্রাপ্তি হতে পারে।

আরও পড়ুন দোলের পর লটারি কাটলেই বাম্পার লক্ষ্মীলাভ! বুধের বক্রী চালে টাকার জোয়ারে ভাসবে এই ৩ রাশি

কুম্ভ রাশি (Kumbh Zodiac)

কুম্ভ রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রি অত্যন্ত লাভদায়ক হবে। কারণ এই রাশির লগ্নতে বুধ, শনি এবং সূর্যের যুতি তৈরি হবে। যাতে ত্রিগ্রহী, বুধাদিত্যের পাশাপাশি শশ রাজযোগ তৈরি হবে। মালব্য রাজযোগ দ্বিতীয় ঘরে তৈরি হবে। আজকের দিনে এই রাশির জাতকের উপর ভগবান শিবের অপার কৃপাবর্ষণ হবে। চাকরি থেকে ব্যবসা, সর্বক্ষেত্রে অনেক সাফল্য আসবে। কাউকে দেওয়া টাকা ফেরত পাবেন। জীবনে চলা অনেক সমস্যা এবার শেষ হবে। চাকরিক্ষেত্রে সমস্যা বা সহকর্মীর সঙ্গে টানাপোড়েন এবার দূর হবে। জীবনে সুখ-শান্তি বিরাজ করবে। অনেক নতুন চাকরির সুযোগ আসবে। ব্যবসায় পরিকল্পনা কাজে দেবে।

আরও পড়ুন মঙ্গলময় হোক আপনজনের জীবন, মহাশিবরাত্রিতে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

Astrology maha shivratri Horoscope Bengali Horoscope