Advertisment

Makar Sankranti 2025 Rashifal: সূর্য-শনির পুনর্মিলনে মকর সংক্রান্তিতে সৌভাগ্য লাভ এই ৪ রাশির, বদলে যাবে জীবন

Makar Sankranti 2025 Shub Yogs: মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। জেনে নিন মকর সংক্রান্তির দিন কোন রাশির জাতক জাতিকা ভাগ্যবান হবে-

author-image
IE Bangla Web Desk
New Update
Makar Sankranti 2025 Rashifal: সূর্য এবং শনির মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক

Makar Sankranti 2025 Rashifal: সূর্য এবং শনির মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক

Makar Sankranti 2025 Lucky Zodiacs: হিন্দু ধর্মে মকর সংক্রান্তর বিশেষ মাহাত্ম্য আছে। বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, যখন সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে যায় তখন মকর সংক্রান্ত পার্বণ শুরু হয়। গ্রহের রাজা সূর্য প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে। এতে তাঁর শুভ-অশুভ দৃষ্টি কোনও না কোনও রাশির উপর পড়ে। যার ফলে কখনও শুভ কখনও অশুভ রাজযোগ তৈরি হয়। মকর রাশির অধিপতি গ্রহ শনি। সূর্য এবং শনির মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক। এই অবস্থায় সূর্যের মকর রাশিতে গোচর পিতা-পুত্রের পুনর্মিলন হিসাবেও দেখা হয়। মকর সংক্রান্তির দিন সূর্যের মকর গোচর মেষ রাশি থেকে শুরু করে মীন রাশিতে প্রভাব পড়বে। কিছু ভাগ্যবান রাশির জন্য মকর সংক্রান্তি অত্যন্ত শুভ হতে চলেছে। জেনে নিন জ্যোতিষবিদরা কী বলছেন মকর সংক্রান্তির দিন কোন কোন রাশির জন্য শুভ হবে-

Advertisment

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জমি-বাড়ি বা বাহন কেনার প্রবল যোগ রয়েছে। জীবনসঙ্গীর সান্নিধ্য পাবেন। পার্টনারের সঙ্গে ভাল সময় কাটবে। সন্তানের সঙ্গ পাবেন। শুভ ফল বৃদ্ধি করার জন্য লাল বস্তু পাশে রাখা শুভ।

বৃষ রাশি

Advertisment

বৃষ রাশির জাতক-জাতিকারা ভাগ্যের সাথ পাবেন। পরাক্রম দেখাবেন। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসায় বিস্তার হবে। প্রেমজীবন ভাল থাকবে। সন্তানের তরফ থেকে সুখবর পাবেন। এই দিনে সবুজ কোনও বস্তু সঙ্গে রাখলে ভাল ফল পাবেন।

আরও পড়ুন মকর সংক্রান্তির একদিন আগেই সূর্য তৈরি করবে শক্তিশালী যোগ, এই ৩ রাশির ভাগ্য বদলে যাবে

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকারা নক্ষত্রের সঙ্গ পাবেন। শুধু তাই নয়, ভাগ্য তারার মতো চমকাবে। স্বাস্থ্য ভাল থাকবে। শত্রুদের উপর বিজয় পাবেন। গুণ-জ্ঞান প্রাপ্ত হবে। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। প্রেম সন্তানের সাথ পাবেন। ব্যবসা ভাল যাবে। লাল বস্তু এদিন সঙ্গে রাখলে দিন শুভ হবে।

আরও পড়ুন ১৪৪ বছর পর বিরল যোগ! শাহী স্নানের ষষ্ঠী তিথিতে এই সময়ে স্নান করুন, বিশেষ পুণ্য অর্জন করুন

মকর রাশি

মকর রাশির জাতকদের চাকরির পরিস্থিতি ভাল থাকবে। চাকরিতে পদোন্নতি হবে। কিছু জাতকের আয় বৃদ্ধি হবে, স্বাস্থ্যও আগের থেকে অনেক ভাল থাকবে। জীবনসাথীর সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাবেন। ব্যবসায়ীক পরিস্থিতি সুদৃঢ় হবে। শনিদেবকে প্রণাম বা পুজো করলে শুভ হবে।

 

rashifal Makar Rashifal Makar Sankranti Horoscope Bengali Horoscope
Advertisment