Navpancham Rajyog in Jan 2025: হিন্দু ধর্মে মকর সংক্রান্তর বিশেষ মাহাত্ম্য আছে। বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, যখন সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে যায় তখন মকর সংক্রান্ত পার্বণ শুরু হয়। গ্রহের রাজা সূর্য প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে। এতে তাঁর শুভ-অশুভ দৃষ্টি কোনও না কোনও রাশির উপর পড়ে। যার ফলে কখনও শুভ কখনও অশুভ রাজযোগ তৈরি হয়। এমনই মকর সংক্রান্তির একদিন আগে অর্থাৎ ১৩ জানুয়ারি দুপুর ১.৪০ মিনিটে সূর্য আর অরুণ একে অপরের ১২০ ডিগ্রিতে থাকবে। যাতে নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। এই রাজযোগের তৈরির ফলে কিছু রাশির জাতকের লাভ হবে আবার কিছু রাশিকে সামলে থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক সূর্য এবং অরুণের নবপঞ্চম রাজযোগ কোন রাশির ভাগ্য চমকাতে চলেছে।
কর্কট রাশি (Karkat Zodiac)
এই রাশির জাতক-জাতিকাদের জন্য নবপঞ্চম রাজযোগ লাভদায়ক হতে পারে। এই রাশির জাতক নিজের উপর বেশি মনোযোগ দেবেন। যাতে নিজের অনেক কিছু পরিবর্তন করতে পারবেন তাঁরা। উন্নতির নয়া দিশা পাবেন। সম্পর্কের ক্ষেত্রে এই যোগ খুবই আশাপ্রদ হতে পারে। মান-সম্মানের সঙ্গে প্রত্যেক ক্ষেত্রে সাফল্য হাসিল হবে। কেরিয়ারেও অনেক ভাল কিছু হবে। ব্যবসায় প্রচুর ধনসম্পদ প্রাপ্তি হবে। বিজনেস পার্টনারের সঙ্গে সময় ভাল কাটবে। পর্যাপ্ত ধন লাভ হতে পারে। সম্পর্কে মধুরতা আসবে। স্বাস্থ্যও ভাল থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
তুলা রাশি (Tula Zodiac)
এই রাশির জাতকের ভাগ্য সহায় হবে। লম্বা সময়ের জন্য আটকে থাকা কাজ শেষ হবে। খুব দ্রুত আয় বাড়বে। ভোগ-বিলাসিতা বাড়বে, সুখৃ-সমৃদ্ধি আসবে জীবনে। কোনও সুভ এবং মাঙ্গলিক কাজ শুরু করবেন। প্রত্যেক ক্ষেত্রে অপার সাফল্য পাবেন। সঙ্গে প্রচুর ধনপ্রাপ্তি হবে। টাকা উপার্জনের জন্য সক্ষমতা বাড়বে। সেইসঙ্গে সাশ্রয়ও হবে। প্রেমের সম্পর্ক মধুর হবে। সম্পর্কে প্রচুর সুখের আগমন হবে।
আরও পড়ুন ফেব্রুয়ারিতে অস্ত যাচ্ছেন শনিদেব, এই ৩ রাশির সোনালি সময় শুরু, কেরিয়ার উন্নতির সঙ্গে প্রচুর ধনলাভ হবে
বৃশ্চিক রাশি (Vrashchik Zodiac)
এই রাশির জাতকদের জন্য নবপঞ্চম রাজযোগ প্রচুর খুশি নিয়ে আসবে। ভাই-বোনের সম্পর্ক মধুর হবে আরও। বিভিন্ন যাত্রার মাধম্যে প্রচুর ধন আয় হবে। কেরিয়ারে লাগাতার উন্নতি হবে, সেইসঙ্গে প্রচুর অর্থ উপার্জন হবে। আপনার পরিশ্রম সার্থক হবে। সূর্যদেবের কৃপায় ব্যবসায় প্রচুর লাভ হবে। পাশাপাশি সাশ্রয়ও করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও টানাপোড়েন চললে তা শেষ হয়ে যাবে।
বিধিবদ্ধ সতর্কীকরণ
গ্রহের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। কোনও রাশির জাতক-জাতিকার জীবনে কী প্রভাব পড়বে তা গ্রহনক্ষত্রের উপর নির্ভর করছে। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার নিজস্ব কোনও মতামত নেই। কোনও রকম পরামর্শ এবং তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।