New Rajyoga: বুধের রাজযোগ তৈরি হচ্ছে ১২ মাস পর, উথলে উঠবে এই রাশিগুলোর সাফল্য

New Rajyoga: ১২ মাস পর বুধ গ্রহ কন্যা রাশিতে গমন করে ভাদ্র মহাপুরুষ রাজযোগ গঠন করছে। জানুন, এতে কোন রাশিগুলোর জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে।

New Rajyoga: ১২ মাস পর বুধ গ্রহ কন্যা রাশিতে গমন করে ভাদ্র মহাপুরুষ রাজযোগ গঠন করছে। জানুন, এতে কোন রাশিগুলোর জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: রাশিফল

Horoscope: রাশিফল।

New Rajyoga: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন বুধ তার নিজস্ব রাশি কন্যা (Virgo)-য় প্রবেশ করে, তখন এক বিশেষ শুভ রাজযোগের সৃষ্টি হয়। একে বলা হয় ভাদ্র মহাপুরুষ রাজযোগ। এই যোগ ব্যবসা, কর্মজীবন, শিক্ষাক্ষেত্র এবং যোগাযোগ দক্ষতায় সাফল্য এনে দেয়। 

Advertisment

আগামী ১২ মাস পর, অর্থাৎ সেপ্টেম্বর ২০২৫-এ বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে। এর ফলে তৈরি হবে এই ভাদ্র রাজযোগ। এই সময়কাল অনেক রাশির জন্য ভাগ্যনির্ধারক হতে চলেছে। বিশেষত তিনটি রাশি— মিথুন, সিংহ এবং মকর— এই সময়ে বিশেষ সুফল পেতে পারে। 

আরও পড়ুন- ভালোবাসা, কেরিয়ার আর আর্থিক ভাগ্য কেমন যাবে আজ, জেনে নিন বিশেষ ভবিষ্যদ্বাণী

মিথুন রাশি

Advertisment

মিথুন রাশির জাতকদের জন্য এই রাজযোগ অত্যন্ত শুভ হবে। কারণ বুধ আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে। এই সময়ে আপনার পারিবারিক সুখ বাড়বে এবং দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হবে। নতুন সম্পত্তি বা যানবাহন কেনার সম্ভাবনা তৈরি হবে। পরিবার ও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মজবুত হবে। পেশাগত জীবনে আপনার পরিকল্পনা সফল হবে। মানসিক শান্তি ও আনন্দের সময় আসবে।

আরও পড়ুন- আজ না কাল, কবে অজা একাদশী? জানুন শুভ সময়, ব্রত, তাৎপর্য

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য বুধ দ্বিতীয় ঘরে অবস্থান করবে। এই ঘর সম্পদ ও বাকশক্তির প্রতীক। রাজযোগের ফলে আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যোগাযোগ দক্ষতা বাড়বে, যার ফলে অফিসে সুনাম অর্জন করবেন। চাকরিজীবীদের কর্মশৈলী উন্নত হবে। ব্যবসায়ীদের জন্য নতুন আয়ের উৎস তৈরি হবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।

আরও পড়ুন- গণেশ চতুর্থীর সঠিক তারিখ কবে? ফল পেতে পূজার নিয়ম জানুন

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য এই রাজযোগ নবম ঘরে গঠিত হবে, যা ভাগ্যের ঘর নামে পরিচিত। এই যোগ তৈরির ফলে ভাগ্যের সহায়তায় বড় কোনও সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা ও আধ্যাত্মিক বিকাশে সাফল্য আসবে। ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণ বা বিদেশি যোগাযোগে লাভ হতে পারে। অর্থপ্রবাহের নতুন রাস্তা খুলবে।

আরও পড়ুন- পথকুকুরের অবাক করা যাত্রা, নিজের স্টেশন চিনে ট্রেনে ওঠা-নামা, বিস্মিত নেটিজেনরা!

ভাদ্র রাজযোগের সাধারণ প্রভাব

শুধু এই তিন রাশি নয়, অন্যান্য রাশির জন্যও এই যোগ কিছু ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। ওই সব রাশিগুলোর বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের নতুন আইডিয়া কাজে লাগবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা কমবে।

new Rajyoga