/indian-express-bangla/media/media_files/2025/08/18/dog-in-train-viral-video-2025-08-18-20-46-20.jpg)
Dog in train viral video: মুম্বই লোকাল ট্রেনের সেই পথকুকুর।
Dog in train viral video: ভারতের প্রাণকেন্দ্র মুম্বই। এই শহরের প্রাণ আবার তার লোকাল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এই ট্রেনে। তবে সম্প্রতি এই মুম্বই লোকালের এক অদ্ভুত যাত্রী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাত্রী নয়, সে এক পথকুকুর। আর তার নাম দিয়েছেন যাত্রীরা—ছোটু।
ট্রেনের নিয়মিত যাত্রী ছোটু
লোকাল ট্রেনে সাধারণত আমরা মানুষকেই দেখি যাত্রী হিসেবে। তবে ছোটু যেন ব্যতিক্রম। প্রতিদিন সে ট্রেনে ওঠে। দরজার কাছে দাঁড়িয়ে বাতাস খায়। যাত্রীরা সাবধান করে দিলে ভদ্র যাত্রীর মতো ভেতরে ঢুকে যায়। আশ্চর্যের বিষয় হল, ছোটু কখনও ট্রেনের চেয়ারে উঠে বসে না। মানুষের মতো দাঁড়ানোর জায়গায় গুটিসুটি মেরে শুয়ে থাকে।
আরও পড়ুন- প্রতিদিন চোখের নীচে লাগান টমেটো জুস, উপকারিতা শুনলে অবাক হয়ে যাবেন!
নিজের স্টেশন চেনে ছোটু
সবচেয়ে অবাক করা ব্যাপার হল, ছোটু নিজের স্টেশন চিনতে পারে। যখনই ট্রেন থামে, সে দ্রুত দরজার কাছে গিয়ে বাইরে তাকায়। স্টেশন যদি তার গন্তব্য না হয়, তবে সে নামে না। কিন্তু যখন তার স্টেশন আসে, সে নিখুঁতভাবে নেমে যায়। অনেক মানুষই আজও নিজের স্টেশন মিস করেন, সেখানে এক পথকুকুরের এই বুদ্ধিমত্তা দেখে বিস্মিত নেটিজেনরা।
আরও পড়ুন- দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকেন? অল্প বয়সেই পড়তে পারেন ৫টি মারাত্মক রোগের খপ্পরে!
ভিডিও ভাইরাল
এই ঘটনার ভিডিও করেছেন এক নিত্যযাত্রী। তিনিই কুকুরটির নাম রেখেছেন ছোটু। ভিডিওটি আপলোড হতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেছেন এবং ছোটুর বুদ্ধি ও অভ্যাস দেখে তারিফ করেছেন। অনেকেই বলেছেন, 'মানুষের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান এই কুকুর।'
আরও পড়ুন- পায়ে কালো সুতো বাঁধা কি শুভ নাকি অশুভ? জানুন, এর ফলে কী হয়!
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিও দেখে নেটিজেনরা মুগ্ধ। কেউ বলেছেন, 'এটা সত্যিই অবিশ্বাস্য!' আবার কেউ মন্তব্য করেছেন, 'লোকাল ট্রেনে এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় না।' অনেক পশুপ্রেমী ছোটুর নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। তবে নিয়মিত যাত্রীরা জানিয়েছেন, ছোটু প্রতিদিন নিরাপদেই যাতায়াত করে।
আরও পড়ুন- 'বাড়িতেও এমন করেন?', জয়াকে কড়া কথা মুকেশের
ছোটু: মুম্বই লোকালের মাসকট?
মুম্বই লোকাল ট্রেনের জন্য ছোটু এখন যেন এক অঘোষিত মাসকট। প্রতিদিন তাকে ট্রেনে দেখে যাত্রীরাও অভ্যস্ত হয়ে গেছেন। কেউ খাবার দেন, কেউ আবার স্নেহভরে ডাকেন। এক পথকুকুর আজ পুরো শহরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন- নেতাজির বিমান দুর্ঘটনা! আদৌ এর কোনও সত্যতা আছে?
#मुम्बई #सेवड़ी_की_आवाज #trending #instagram #virelvideo #doglover #train #popular #updet #jalore #marwadi #instagramreels
Posted by Sewadi Ki Aawaz on Saturday, August 16, 2025
মানুষের ভিড়ের শহরে, এক পথকুকুর ছোটু প্রমাণ করেছে যে বুদ্ধি ও অভিযোজন ক্ষমতা কেবল মানুষের একচেটিয়া সম্পদ নয়। মুম্বই লোকালের এক যাত্রী হয়ে ছোটু আজ লাখো মানুষের ভালোবাসা কুড়িয়েছে। তার এই যাত্রা শুধু একটি ভাইরাল ভিডিও নয়, বরং মানুষের সঙ্গে পশুর এক অদ্ভুত সহাবস্থানের গল্প।