Advertisment

Shani Asta 2025: ফেব্রুয়ারিতে অস্ত যাচ্ছেন শনিদেব, এই ৩ রাশির সোনালি সময় শুরু, কেরিয়ার উন্নতির সঙ্গে প্রচুর ধনলাভ হবে

Shani planet set in Kumbh Rashi: কর্মফল দাতা এবং ন্যায়ের দেবতা ২৮ ফেব্রুয়ারি অস্ত যাবেন। শনিদেব ৩০ বছর পর কুম্ভ রাশিতে অস্ত যাবেন। যার প্রভাব সমস্ত রাশিচক্রে পড়বে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shanidev Astrology Tips 2025: নতুন বছর ২০২৫ সালে রাজত্ব করবেন শনিদেব

Shanidev Astrology Tips 2025: নতুন বছর ২০২৫ সালে রাজত্ব করবেন শনিদেব

Shani planet set in Kumbh Rashi: বৈদিক জ্যোতিষ অনুযায়ী, বিভিন্ন গ্রহ বিভিন্ন সময়ে অস্ত এবং উদয় হয়। যার প্রভাব মানব জীবন এবং দেশ-দুনিয়ায় পড়ে। কর্মফল দাতা এবং ন্যায়ের দেবতা ২৮ ফেব্রুয়ারি অস্ত যাবেন। শনিদেব ৩০ বছর পর কুম্ভ রাশিতে অস্ত যাবেন। যার প্রভাব সমস্ত রাশিচক্রে পড়বে। কিন্তু ৩টি রাশি রয়েছে যাঁদের ভাগ্য চমকাতে চলেছে। একইসঙ্গে কেরিয়ার এবং ব্যবসায় উন্নতি হবে। আসুন জেনে নেওয়া হোক কোন তিনটি রাশি সৌভাগ্য লাভ করবে।

Advertisment

মিথুন রাশি (Mithun Zodiac)

শনিদেবের অস্ত যাওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের অনেক লাভ হবে। এই সময়ে আপনার ভাগ্য সাথ দেবে। অনেক আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আপনার আর্থিক পরিস্থিতি ভাল হবে। চাকুরিজীবীদের জন্য উত্তম সময়। সহকর্মীদের সঙ্গ পাবেন। মন প্রসন্ন থাকবে। ব্যবসা-বাণিজ্যের জন্য দূর-দূরান্তে যেতে হতে পারে। চাকুরিজীবীরা পদোন্নতি পাবেন। সমগ্র আর্থিক স্থিতি ভাল থাকবে। আনন্দ এবং স্থিরতা আসবে জীবনে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। এই সময়ে ধার্মিক এবং মাঙ্গলিক কাজকর্মে লিপ্ত হবেন।

কন্যা রাশি (Kanya Zodiac)

Advertisment

শনিদেবের অস্তমিত হওয়ার জেরে এই রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল সময় থাকবে। ব্যবসায়ীদের প্রচুর ধনলাভ হবে। চাকুরিজীবীরা কাজে সন্তুষ্টি আসবে এবং পদোন্নতি হতে পারে কর্মক্ষেত্রে। ব্যবসায় প্রচুর মুনাফা হবে। আপনার সব প্রচেষ্টা সফল হবে। কোর্ট-কাছারিতে মামলা-মোকদ্দমায় সাফল্য আসবে। একইসঙ্গে আয়বৃদ্ধি হবে। প্রত্যেক ক্ষেত্রে সাফল্য আসবে। স্বাস্থ্য ভাল থাকবে।

আরও পড়ুন ১২ মাস পর ফের উদয় হবে ধনদাতা শুক্রের, হঠাৎ টাকার ফোয়ারা, সুখ-বৈভব এই ৩ রাশির জীবনে

মীন রাশি (Meen Zodiac)

এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেবের অস্ত যাওয়া লাভদায়ক হতে চলেছে। কারণ এখন এই রাশিতে শনির সাড়েসাতি চলছে। তার ফলে শনির অস্ত যাওয়া মানসিক শান্তি দেবে। টেনশন থেকে মুক্তি মিলবে। এই সময়ে আটকে কাজ শেষ হবে। স্বাস্থ্যও ভাল থাকবে। বেশি ভাবনা-চিন্তা করবেন না। মন প্রসন্ন থাকবে। পার্টনারের সঙ্গ পাবেন। এই সময়ে আপনার আয়বৃদ্ধি হবে। একইসঙ্গে উপার্জনের অনেক নতুন দিশা পাবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থন পাবেন। এতে কেরিয়ারে উন্নতি হবে।

বিধিবদ্ধ সতর্কীকরণ

গ্রহের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। কোনও রাশির জাতক-জাতিকার জীবনে কী প্রভাব পড়বে তা গ্রহনক্ষত্রের উপর নির্ভর করছে। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার নিজস্ব কোনও মতামত নেই। কোনও রকম পরামর্শ এবং তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Bengali Horoscope Horoscope rashifal Shani
Advertisment