Maa Laxmi Favourite Date of Birth: এই তারিখে জন্মালে চিরকাল ভাগ্য সহায়, আজীবন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে

Maa Laxmi Favourite Date of Birth: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মা লক্ষ্মীর কিছু প্রিয় রাশি রয়েছে। আবার কিছু জন্মতিথি রয়েছে যেদিন জন্ম নিলে আজীবন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে তাঁদের উপর।

author-image
IE Bangla Web Desk
New Update
Maa Laxmi Favourite date of birth: কিছু জন্মতিথি রয়েছে যেদিন জন্ম নিলে আজীবন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে তাঁদের উপর

Maa Laxmi Favourite date of birth: কিছু জন্মতিথি রয়েছে যেদিন জন্ম নিলে আজীবন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে তাঁদের উপর

Maa Laxmi Favourite Date of Birth: হিন্দু ধর্মে মা লক্ষ্মী বৈভব, ধন-ঐশ্বর্যের দেবী। যাঁর আশীর্বাদ পেলেই জীবন থেকে অনেক সমস্যা দূর হয়। সবক্ষেত্রে সাফল্যের পাশাপাশি প্রচুর ধনলাভ হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মা লক্ষ্মীর কিছু প্রিয় রাশি রয়েছে। আবার কিছু জন্মতিথি রয়েছে যেদিন জন্ম নিলে আজীবন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে তাঁদের উপর। জন্মতিথির উপর ভিত্তি করে ভবিষ্যৎ গণনা করতে গেলে নিউমেরোলজির সাহায্য নেওয়া হয়। তাঁকে মুলাঙ্ক বা ভাগ্যাঙ্ক বলা হয়। নিউমেরোলজি অনুযায়ী, মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। এর উপর ভিত্তি করে প্রত্যেক জন্ম তারিখের ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। 

Advertisment

মূলাঙ্ক ৬-এর স্বামী গ্রহ হল শুক্র এবং এই মুলাঙ্কের উপর মা লক্ষ্মীর সদা কৃপা থাকে। শুক্রদেব ধন-বৈভব, ঐশ্বর্য, মান-সম্মান, সুখ-সম্পদ, প্রেম-আকর্ষণের কারক মনে করা হয়। তাই যেসব জাতকের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখ হয় তাঁদের মুলাঙ্ক ৬ হয়। এই রাশির উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে।

খুবই বিখ্যাত হন

মুলাঙ্ক ৬-এর জাতকরা নিজেদের কাজকর্ম নিয়ে ভীষণ সৎ থাকেন। তাঁদের মধ্যে স্পর্ধা থাকে সেইসঙ্গে গঠনমূলকও হন। এই কারণেই তাঁরা খুব বিখ্যাত হন। জনপ্রিয়তার শিখরে পৌঁছন। এই মুলাঙ্কের জাতক কলা, সঙ্গীত, নৃত্য, নাটক, গান, ফ্যাশন এবং সামাজিক কাজকর্মে লিপ্ত থাকেন। সেইসব ক্ষেত্রে নিজের পরিচিতি তৈরি করেন।

Advertisment

আরও পড়ুন লটারি-শেয়ার বাজার থেকে আসবে প্রচুর টাকা, বুধ-সূর্য এবং শনির মিলনে মালামাল হবে ৩ রাশি

খুব রোম্যান্টিক হন

মুলাঙ্ক ৬-এর স্বামী গ্রহ শুক্র প্রেম-আকর্ষণের কারক হন। তাই এই মুলাঙ্কের জাতক ভীষণ রোম্যান্টিক হন। এই জাতকরা নিজের জীবনে অনেক বার প্রেমে পড়েন, আর যে কেউকে সহজেই প্রেম প্রস্তাব দিয়ে ফেলেন।

অর্থব্যয়ে সবার আগে থাকেন

মুলাঙ্ক ৬-এর জাতকের কাছে কখনও টাকা-পয়সার অভাব থাকে না। খরচের ব্যাপারে সবার আগে থাকেন। কখনও পিছু হটেন না। একদমই কিপ্টে হন না।

আরও পড়ুন হোলির আগেই বিরাট সুখবর! তিন রাশির জাতকদের জীবনে আসছে আর্থিক সাফল্য

ভ্রমণপ্রিয় হন

ঘুরতে-বেড়াতে খুব ভালবাসেন। অনেক শৌখিন হন। যখন-তখন বেড়াতে চলে যান।

শান্তিপ্রিয় হন

এই মুলাঙ্কের জাতক খুব গঠনমূলক হওয়ার পাশাপাশি শিল্পকলা প্রেমী হন। সেইসঙ্গে শান্ত স্বভাবের হন। অহেতুক ঝগড়া-ঝাটিতে জড়ান না।

Goddess Laxmi Horoscope Bengali Horoscope