Vipreet Rajyog 2025: লটারি-শেয়ার বাজার থেকে আসবে প্রচুর টাকা, বুধ-সূর্য এবং শনির মিলনে মালামাল হবে ৩ রাশি

Vipreet Rajyog 2025 Rashifal: কুম্ভ রাশিতে শনি, সূর্য এবং বুধের সংযোগ তৈরি হয়েছে। এর সঙ্গেই বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। এর ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Budh gochar 2025

ক্যারিয়ার এবং ব্যবসার পাশাপাশি জীবনের প্রতি পদক্ষেপে উন্নতিতে বুধের বিশেষ ভূমিকা রয়েছে Photograph: (ফাইল ছবি)

Vipreet Rajyog 2025: বৈদিক জ্যোতিষ অনুসারে, গ্রহনক্ষত্র সময়ে সময়ে গোচর অর্থাৎ রাশি পরিবর্তন করে শুভ রাজযোগ তৈরি করে। যার ব্যাপক প্রভাব পড়ে মানব জীবন এবং দেশ-দুনিয়ায়। বলে রাখা ভাল, গ্রহের রাজকুমার বুধ গ্রহ এখন অস্ত যাচ্ছেন এবং কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। যার ফলে কুম্ভ রাশিতে শনি, সূর্য এবং বুধের সংযোগ তৈরি হয়েছে। এর সঙ্গেই বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। এর ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। একইসঙ্গে এই রাশিগুলির কেরিয়ার এবং ব্যবসায় উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা। জেনে নিন কোন কোন রাশি ভাগ্যবান হবে-

Advertisment

কর্কট রাশি

এই রাশির জন্য বিপরীত রাজযোগ লাভদায়ক হবে। এই সময়ে আকস্মিক ধনলাভ হবে। একইসঙ্গে আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে। যার ফলে আপনার প্রচুর ধনসম্পদ প্রাপ্তি হবে। এই সময়ে শেয়ার বাজার, শাট্টা এবং লটারিতেও অনেক লাভ হবে। পাশাপাশি যাঁরা ব্যবসা-বাণিজ্য, রিয়েল এস্টেট, জমি-সম্পত্তি সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত তাঁরাও লাভবান হবেন। ব্যবসায় উন্নতি হবে এবং এর জন্য সবরকম প্রচেষ্টা কাজে আসবে।

আরও পড়ুন Valentines Day-তে প্রেমসাগরে ডুব দেবে এই ৪ রাশি, আদরে-সোহাগে ভরে উঠবে জীবন

Advertisment

কন্যা রাশি

বিপরীত রাজযোগ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল হবে। কারণ গোচর কুণ্ডলীতে কেরিয়ার এবং লগ্নের স্বামী হিসাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এই জন্য আপনার কাজের প্রশংসা হবে। অনেক মান-সম্মান পাবেন। আকস্মিক ধনলাভ হবে এই সময়ে। কোথাও টাকা-পয়সা আটকে থাকলে তা পেয়ে যাবেন। সেইসঙ্গে আয়ও বৃদ্ধি পাবে। বাড়ি বা বাহন কেনার সিদ্ধান্ত নিলে সফল হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সাফল্য আসবে। সুখ-সমৃদ্ধি আসবে জীবনে। উপার্জনের অনেক দিশা পাবেন।

আরও পড়ুন ফেব্রুয়ারিতেই এই ৩ রাশির সোনায় সোহাগা, রাহু এবং বুধের মিলনে বাম্পার লক্ষ্মীলাভ

ধনু রাশি

এই রাশির জন্য বিপরীত রাজযোগ লাভদায়ক হতে পারে। কারণ বুধ আপনার গোচর কুণ্ডলীতে সপ্তমে এবং দশমে থাকে। তৃতীয় স্থানে বিরাজমান থাকে। এই সময়ে জীবনসঙ্গীর অনেক উন্নতি হবে। কোথাও টাকা আটকে থাকলে তা পেয়ে যাবেন। এমন কোনও পরিকল্পনা নিন তাতে অনেক মুনাফা হবে। ঘর-সম্পত্তি বৃদ্ধি হবে। বাহন কিনতে পারবেন। চাকরিজীবীদের জন্য সময় ভাল যাবে। আপনার অনেক ইচ্ছাপূরণ হবে। পাশাপাশি অনেক সঞ্চয় করতে পারবেন।

rashifal Kanya Rashifal Dhanu Rashifal Karkat Rashifal Horoscope Bengali Horoscope Budh Gochor 2024