Advertisment

Durga Puja 2025 Dates: পরের বছর মহালয়া কবে, কোনদিন শুরু হচ্ছে পুজো? জানুন আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট

Durga Puja 2025 Schedule: জেনে নিন আগামী বছরের পুজোর নির্ঘণ্ট। কোন দিনে কোন তিথি পড়ছে দেখুন। আগামী বছর ছুটির দিনগুলো নষ্ট হচ্ছে না তো, মিলিয়ে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Durga Puja 2025: আগামী বছর পুজো কবে পড়ছে, কোনদিন কোন তিথি দেখে নিন একনজরে

Durga Puja 2025: আগামী বছর পুজো কবে পড়ছে, কোনদিন কোন তিথি দেখে নিন একনজরে

Durga Puja 2025 Schedule Dates: পুজো আসছে আসছে এই ভাবটাই ভাল লাগে। কিন্তু উৎসবের দিনগুলো দ্রুত চলে যায়। উৎসবমুখর বাঙালির তার পর মন খারাপের পালা। এক পুজো শেষ মানেই আরেক পরের বছরের পুজোর জন্য অপেক্ষা। যতই বাঙালির বারো মাসে তেরো পার্বণ হোক, কিন্তু আসল পার্বণ তো দুর্গাপুজো। তাই এবারের পুজো শেষ হলেই পরের বছরের পুজোর জন্য দিন গোনা শুরু হয়ে যাবে।

Advertisment

পুজো মানেই আবার ছুটির আনন্দ। পুজোপ্রেমী বাঙালি পুজোর ছুটির জন্য অপেক্ষা করে থাকেন। কিন্তু শনিবার বা রবিবারে পুজোর তিথি পড়লে আবার কষ্ট হয়। এবছর যেমন মহালয়া এবং গান্ধীজয়ন্তী একইদিনে ছিল তাই একটি ছুটি মার গেছে। আবার পুজো এবার শেষ হচ্ছে শনিবার এবং রবিবার দিয়ে।

আগামী বছর পুজো কবে পড়ছে, কোনদিন কোন তিথি দেখে নিন একনজরে-

আগামী বছর মহালয়া মানে পিতৃপক্ষের শেষ দিন ২১ সেপ্টেম্বর। সেটা আবার রবিবার। অর্থাৎ মহালয়ার ছুটি মার যাচ্ছে। পুজোর প্রথম দিন অর্থাৎ ষষ্ঠী মানে মা দুর্গার বোধন ২৮ সেপ্টেম্বর। সেটাও আবার রবিবার। ২ অক্টোবর পড়ছে দশমী। সেদিন আবার গান্ধীজয়ন্তী। মানে পরের বছরও গান্ধীজয়ন্তীর ছুটি মিলবে না।

আরও পড়ুন ব্রাহ্মণ ছাড়াই মহাসমারোহে পালিত হয় দুর্গাপুজো, আজব রীতিতে চর্চায় বাংলার এই আদিবাসী গ্রাম

২১ সেপ্টেম্বর- মহালয়া

২৮ সেপ্টেম্বর- ষষ্ঠী

২৯ সেপ্টেম্বর- মহাসপ্তমী

৩০ সেপ্টেম্বর- মহাষ্টমী

১ অক্টোবর- মহানবমী

২ অক্টোবর- দশমী

৬ অক্টোবর- কোজাগরী লক্ষ্মীপুজো (সোমবার)

Kolkata Durga PUja Durga Puja 2025 Durga Puja
Advertisment