Shani Gochar 2025: মার্চেই শনির সাড়ে সাতি ও ঢাইয়া শুরু হবে এই রাশির জীবনে, অর্থকষ্ট-রোগে ভুগবেন জাতকরা

Shani Gochar 2025: আগামী ২৯ মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। যার ফলে কিছু রাশির সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব পড়তে শুরু করবে। সেইসঙ্গে এই রাশিগুলির অর্থহানি এবং স্বাস্থ্য খারাপ হতে শুরু করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shanidev Astrology Tips 2025: নতুন বছর ২০২৫ সালে রাজত্ব করবেন শনিদেব

Shanidev Astrology Tips 2025: নতুন বছর ২০২৫ সালে রাজত্ব করবেন শনিদেব

Shani Gochar 2025 Rashifal: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে আয়ুদাতা, ন্যায়াধীশ এবং কর্মফল দাতা মনে করা হয়। শনিদেব মকর এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ। প্রায় আড়াই বছর অন্তর শনি এক রাশি থেকে আরেক রাশিতে গোচর করেন। শনিদেব যখন রাশি পরিবর্তন করেন তখন কিছু রাশির উপর শনির সাড়ে সাতির কষ্টকর সময় শেষ হয় এবং কিছু রাশির শুরু হয়। আগামী ২৯ মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। যার ফলে কিছু রাশির সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব পড়তে শুরু করবে। সেইসঙ্গে এই রাশিগুলির অর্থহানি এবং স্বাস্থ্য খারাপ হতে শুরু করবে। জেনে নিন কোন রাশি সেগুলি-

Advertisment

এই রাশিগুলিতে সাড়ে সাতি এবং ঢাইয়া শুরু হবে

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মার্চ মাসে শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। মীন রাশিতে শনি প্রবেশ করার ফলে মকর রাশির জাতকদের সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। আবার মেষ রাশির সাড়ে সাতি শুরু হয়ে যাবে। একইসঙ্গে ২০২৫ সালে শনি মীন রাশিতে গোচর করার ফলে বৃশ্চিক রাশিতে চলা শনির ঢাইয়া শেষ হবে এবং ধনু রাশির উপর ঢাইয়া আরম্ভ হবে। এছাড়া কর্কট রাশির উপর শনির কাঁটার প্রভাব শেষ হবে এবং সিংহ রাশির উর ঢাইয়ার প্রভাব শুরু হয়ে যাবে।

আরও পড়ুন ১৬৪ বছর পর শুক্র-বরুণের শক্তিশালী রাজযোগ! বাম্পার লক্ষ্মীলাভ এই ৩ রাশির, জীবনে শুধু টাকাই টাকা

Advertisment

সাড়ে সাতি এবং ঢাইয়ার ফলাফল

পঞ্জিকা অনুযায়ী, শনিদেব মেষ রাশির গোচর কুণ্ডলীর দশম এবং একাদশ ঘরে অধিপতি হবেন এবং দ্বাদশ ঘরে সঞ্চরণ করবেন। যার ফলে মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে। একইসঙ্গে শনির দৃষ্টি দ্বিতীয়, ষষ্ঠ এবং নবম ঘরে পড়বে, তাই এই সময়ে মেষ রাশির জাতকদের খরচ বাড়বে। সাংসারিক বাজেটে প্রভাব পড়বে। এই সময়ে অনেক যাত্রা করতে হবে। স্বাস্থ্যও খারাপ হতে পারে। পাশাপাশি ধনসম্পদ হানিও হতে পারে। চাকরি এবং ব্যবসায় উন্নতি ধীর হয়ে যাবে।

আরও পড়ুন কেতুর কৃপায় রাজা হবে এই ৩ রাশি, পাপী গ্রহের খেলায় প্রচুর ধনসম্পদ লাভ হবে কোন মাসে?

rashifal Horoscope Bengali Horoscope Shani