Advertisment

Maghi Purnima Rashifal 2025: মাঘী পূর্ণিমায় কপাল খুলবে ৩ রাশির, অর্থ-যশ-উন্নতিতে বদলাবে দিন

Maghi Purnima Horoscope 2025: জ্যোতিষশাস্ত্র মতে, মাঘী পূর্ণিমা খুবই শুভ দিন। ওইদিন কপাল খুলবে তিন রাশির জাতক-জাতিকাদের। কোন কোন সৌভাগ্যবান রাশি জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Maghi Purnima 2025: মাঘী পূর্ণিমার দিল কপাল খুলবে ৩ রাশির

Maghi Purnima 2025: মাঘী পূর্ণিমার দিল কপাল খুলবে ৩ রাশির Photograph: (Indian Express)

Maghi Purnima Rashifal 2025: চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ মাঘী পূর্ণিমা। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনটি খুবই শুভ। রাশিচক্রের তিনটি রাশির সৌভাগ্যের দরজা খুলবে। কপাল খুলবে তিন রাশির জাতক-জাতিকাদের। কোন কোন রাশির দিন বদলাবে জেনে নিন।

Advertisment

মেষ রাশি (Mesh Zodiac)

মাঘী পূর্ণিমায় ভাগ্য খুলে যাবে মেষ জাতক-জাতিকাদের। কেরিয়ারে সাফল্য আসবে চাকরিজীবীদের। ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যে অনেক লাভ হবে। দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হবে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হব। শান্তি আসবে ঘরে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে।

মীন রাশি (Meen Zodiac)

Advertisment

মাঘী পূর্ণিমার দিল কপাল খুলবে মীন রাশির জাতক-জাতিকাদের। প্রচুর ধনলাভের যোগ রয়েছে সেদিন। আয়ের নতুন পথ খুলে যাবে। ব্যবসায়ীদের জন্য উন্নতির যোগ আছে সেদিন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। পদোন্নতি হতে পারে।

আরও পড়ুন ত্রিগ্রহী যোগে বিরাট লক্ষ্মীলাভ, এমাসেই কপাল খুলবে ৩ রাশির, চাকরি-ব্যবসায় আসবে সাফল্য

কর্কট রাশি (Karkat Zodiac)

মাঘী পূর্ণিমার দিন কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ফিরবে। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের জন্য বিশেষ দিন। সম্পর্ক আরও মজবুত হবে। কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি পদোন্নতির যোগ রয়েছে চাকরিজীবীদের জন্য। ব্যবসায়ীদের প্রচুর ধনলাভের যোগ রয়েছে। ব্যবসায় লক্ষ্মীলাভ হবে।

এদিকে, জ্যোতিষশাস্ত্র মতে, আগামীকাল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি চন্দ্রের সঙ্গে মিলন হবে বৃহস্পতির। যার ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এর প্রভাবে কপাল খুলে যাবে তুলা, কর্কট এবং সিংহ রাশির। 

বিধিবদ্ধ সতর্কীকরণ

গ্রহের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। কোনও রাশির জাতক-জাতিকার জীবনে কী প্রভাব পড়বে তা গ্রহনক্ষত্রের উপর নির্ভর করছে। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার নিজস্ব কোনও মতামত নেই। কোনও রকম পরামর্শ এবং তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Mesh Rashifal Meen Rashifal Karkat Rashifal Astrology Horoscope Bengali Horoscope
Advertisment