Venus Mars conjunction: মঙ্গলের ঘরে শুক্রের প্রবেশ, এই রাশির জাতকদের খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা

As Venus, the planet of wealth and beauty, transits into Mars' house, fortune may smile on some zodiac signs. ধন এবং সৌন্দর্যের প্রতীক শুক্র গ্রহ আগ্রাসী মঙ্গলের ঘরে ঢুকতেই কয়েকটি রাশির ভাগ্যোন্নতি শুরু হবে। দেখে নিন আপনিও সেই তালিকায় আছেন কি না।

As Venus, the planet of wealth and beauty, transits into Mars' house, fortune may smile on some zodiac signs. ধন এবং সৌন্দর্যের প্রতীক শুক্র গ্রহ আগ্রাসী মঙ্গলের ঘরে ঢুকতেই কয়েকটি রাশির ভাগ্যোন্নতি শুরু হবে। দেখে নিন আপনিও সেই তালিকায় আছেন কি না।

author-image
IE Bangla Web Desk
New Update
New Horoscope: ভাগ্যাকাশে বিরাট বদল।

New Horoscope: ভাগ্যাকাশে বিরাট বদল।

How planet Venus Entering Mars' Zodiac Sign Can Bring Wealth to These Lucky Zodiacs: শুক্র গ্রহ অর্থাৎ ভোগ, বিলাসিতা, সৌন্দর্য ও ধনের প্রতীক। অপরদিকে মঙ্গল প্রতীক শক্তি, আগ্রাসন এবং সাহসের। যখন এই দুই শক্তিশালী গ্রহের সংযোগ হয়, তখন জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়। ২৫ এপ্রিল শুক্র প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে, যা মঙ্গল গ্রহের ঘর। এই সংযোগ তৈরি করবে এক শক্তিশালী অর্ধকেন্দ্র যোগ, যার প্রভাব পড়বে সব রাশির উপরেই, তবে বিশেষভাবে লাভবান হবেন কিছু নির্দিষ্ট রাশির জাতক-জাতিকারা।

Advertisment

কোন রাশির খুলে যেতে পারে ভাগ্যের দরজা?

আরও পড়ুন- সূর্য-বৃহস্পতির ২৫ এপ্রিল অর্ধকেন্দ্র যোগ, কারা হতে পারেন লাভবান, কারা পড়বেন দুঃসময়ে?

বৃষ রাশি (Taurus):
শুক্র বৃষ রাশির অধিপতি। শুক্রের এই গোচর আপনার কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন আয়ের সুযোগ এনে দিতে পারে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য সময়টা বিশেষ শুভ।

Advertisment

সিংহ রাশি (Leo):
শুক্রের প্রভাবে সিংহ রাশির জাতকরা হঠাৎ করে আর্থিক লাভ পেতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে ফিরতে পারে লাভ, বা কোনও নতুন প্রজেক্ট শুরু হওয়ার সম্ভাবনা।

তুলা রাশি (Libra):
শুক্র আপনার রাশি অধিপতি। শুক্র মঙ্গলের ঘরে প্রবেশ করায় দাম্পত্য জীবন সুখের হবে এবং পার্টনারশিপ ব্যবসায় লাভ দেখা দেবে।

আরও পড়ুন- আগামী মাসে দু’বার রাশিচক্র বদলাবে শুক্র, কোন রাশির জীবনে কী প্রভাব ফেলবে এই পরিবর্তন?

কোন রাশিকে হতে হবে সতর্ক?

ধনু রাশি (Sagittarius):
এই সময় কিছু অতিরিক্ত খরচ হতে পারে। সম্পর্কেও মেজাজের সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য রাখুন এবং অর্থ খরচে সংযম রাখুন।

কুম্ভ রাশি (Aquarius):
মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। এই সময় বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

আরও পড়ুন- ২৭ বছর পর কর্মফল দাতা শনির প্রবেশ নিজের নক্ষত্রে, কারা হবেন লাভবান, কাদের হতে হবে সতর্ক?

প্রতিকার টিপস:

  • শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন

  • সাদা বা হালকা গোলাপি রঙের পোশাক পরা শুভ

  • কোনও দুঃস্থকে দুধ বা সাদা মিষ্টি দান করুন

আরও পড়ুন- গজকেশরী যোগ, রাশি অনুযায়ী এই বিশেষ টোটকা করলেই ধনসম্পদে ভরবে আপনার ঘর

প্রতিকারগুলো করলে আপনিও হতে পারেন লাভবান। এমনিতে জ্যোতিষীরা শুধু আগে থেকে সতর্ক করে দিতে পারেন। কিন্তু, তাঁদের নির্দেশমত কাজকর্ম করতে হবে জাতক বা জাতিকাদেরই। 

Planet Mars venus