Advertisment

আপনি কি গ্র্যাজুয়েট? প্রায় ১৯ হাজার টাকা বেতনে লোক নিচ্ছে DM অফিস

রাজ্যেরই জেলাশাসকের দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
accountant recruitment 2023 west bengal

এরাজ্যেই সরকারি দফতরে কর্মী নিয়োগ হবে।

রাজ্যেরই জেলাশাসকের দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা এই চাকরিতে আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হল।

Advertisment

Accountant পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে ২ বছরের কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের ট্যালি সফটওয়ারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন- কেন্দ্রের সংস্থায় মোটা টাকা মাইনের চাকরি, আবেদনের যোগ্য কারা?

বয়সসীমা ও বেতন-

উপরোক্ত পদে চাকরির জন্য আবেদনকারীদের ১ জানুয়ারি ২০২৩-এর হিসেব অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ১৮,৫৩৬ টাকা।

আরও পড়ুন- রাজ্যের পুরসভায় এ যেন সোনার চাকরি! ঢুকলেই মাসে ২৬ হাজার

আবেদন পদ্ধতি-

উপরোক্ত পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে আবেদনকারীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন- https://accountant.librecruitmentbirbhum.in
এছাড়াও এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে এই লিংকে ক্লিক করতে পারেন- https://accountant.librecruitmentbirbhum.in/images/download_advertisement.pdf

আরও পড়ুন- রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আজই করুন আবেদন

আবেদনের শেষ তারিখ-

উপরোক্ত চাকরির জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৩১ অগাস্ট ২০২৩।

আরও পড়ুন- নজরকাড়া মাইনে দিয়ে তাক লাগানো চাকরি! বিপুল বেতনে লোক নিচ্ছে SBI

West Bengal job jobs
Advertisment