এবার বিমান সংস্থায় কাজের সুবর্ণ সুযোগ। একাধিক পদে কর্মী নিয়োগ করছে এয়ার ইন্ডিয়া ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড। ভারতীয় নাগরিকত্ব থাকলেই প্রখ্যাত এই বিমান সংস্থায় চাকরির সুযোগ মিলবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Utility Agent and Ramp Driver পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও Ramp সরঞ্জাম অপারেটিংয়ের কাজের বিভাগে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ও বেতন -
এই পদে চাকরির জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে এই সীমা ৩৩ বছর। একইভাবে তফসিলি জাতিভুক্তদের জন্য এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। এই পদে চাকরিতে মাসে বেতন হবে ২৩,৬৪০ টাকা।
আরও চাকরির খবর- তাক লাগানো বেতন! বিভিন্ন পদে লোক নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর
এছাড়াও Junior Customer Service Executive পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ও বেতন -
এই পদে চাকরির জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে এই সীমা ৩১ বছর। একইভাবে তফসিলি জাতিভুক্তদের জন্য এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর। এই পদে চাকরিতে মাসে বেতন হবে ২৩,৬৪০ টাকা।
আরও চাকরির খবর- CID-তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, চাইলে Apply করতেই পারেন
এছাড়াও Ramp Service Executive পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আইটিআই বিভাগের ইলেকট্রিক্যাল/এয়ার কন্ডিশনিং/ডিজেল মেকানিক/ বেঞ্চ ফিল্টার কিংবা ইঞ্জিনিয়ারিং বিভাগের মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ অটোমোবাইল ট্রেডে কমপক্ষে ৩ বছরের কোর্স সম্পূর্ণ করা থাকতে হবে।
বয়সসীমা ও বেতন -
এই পদে চাকরির জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে এই সীমা ৩১ বছর। একইভাবে তফসিলি জাতিভুক্তদের জন্য এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর। এই পদে চাকরিতে মাসে বেতন হবে ২৫,৯৮০ টাকা।
আবেদন পদ্ধতি -
উপরোক্ত চাকরিগুলির জন্য অফলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় সব নথি-পত্র নিয়ে ইন্টারভিউস্থলে পৌঁছে যেতে হবে।
আরও চাকরির খবর- কেন্দ্রের সংস্থায় মোদীর স্বপ্নের প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন জানলে মাথা ঘুরে যাবে!
এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবাসাইট দেখতে পারেন- http://www.aiasl.in/index
ইন্টারভিউস্থলের ঠিকানা -
GSD Complex, Near Sahar police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri East, Mumbai 400099
ইন্টারভিউয়ের তারিখ -
উপরোক্ত চাকরিগুলির জন্য আগামী ২৫ মে থেকে ৩০ মে ২০২৩ পর্যন্ত ইন্টারভিউ চলবে।