scorecardresearch

CID-তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, চাইলে Apply করতেই পারেন

পশ্চিমবঙ্গের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

recruitment in cid west bengal 2023
সিআইডি-তে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

এবার পশ্চিমবঙ্গের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব থাকলে আবেদন করতে পারবেন। এই চাকরিগুলি সংক্রান্ত বিস্তারিত বিবরণ এই প্রতিবেদেন দেওয়া হল।

সিআইডি-তে Mobile Forensic Expert, Network Forensic Expert, Malware Forensic Expert, Cloud Forensic Expert, Crypto Analysts, Disk Forensic Expert পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও চাকরির খবর- মিলবে মোটা টাকা বেতন, কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা:

উপরোক্ত পদগুলিতে আবেদন করতে গেলে চাকরিপ্রার্থীদের Bachelor in IT/Computer Electronics and Telecommunication/Engineering Graduate/M.Tech অথবা BCA/MCA বিষয়ের উপর প্রয়োজনীয় ডিগ্রি থাকতে হবে।

বেতন:

উপরোক্ত পদগুলিতে চাকরি মিললে মাসে বেতন হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন- মাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য, কীভাবে আবেদন? কারা যোগ্য?

আবেদন পদ্ধতি:

উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট recruitment-cidwb.in এ গিয়ে নির্দিষ্ট অপশন সিলেক্ট করে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
চাকরিপ্রার্থীরা এই লিংকে ক্লিক করেও আবেদনপত্র পূরণ করতে পারেন- https://recruitment-cidwb.in/application/form?fbclid=IwAR1poffq2sKrs8PAksIx3qVFMhSDCP0c8FxzlYjRS4EzBw2uNoyLWkpQrvA

আরও চাকরির খবর- প্রায় ২৬ হাজার টাকা বেতন, উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি সংস্থায় কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ:

সিআইডি-তে উপরোক্ত পদগুলিতে আবেদনের শেষ তারিখ হল ১৫ মে, ২০২৩।

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Recruitment in cid west bengal 2023