এবার IBPS পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত একাধিক ব্যাঙ্কে Clerk পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৩ হাজার ৫১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন- তাক লাগানো বেতন! নজরকাড়া চাকরি কেন্দ্রের কৃষি বিভাগে
শিক্ষাগত যেগ্যতা-
এই চাকরির জন্য আবেদনকারীদের স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের কম্পিউটারের কাজ জানতে হবে। একইসঙ্গে যে রাজ্যগুলিতে কর্মীদের নিয়োগ করা হবে সেখানকার স্থানীয় ভাষা লিখতে, বলতে ও পড়তে জানতে হবে।
বয়সসীমা-
এই চাকরির জন্য ১ জুলাই ২০২৩-এর হিসেব অনুযায়ী আবেদনকারীদের ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। যদিও সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আরও পড়ুন- লেখা পরীক্ষার বালাই নেই, ইন্টারভিউ পাশ করলেই রাজ্যের স্বাস্থ্য বিভাগে চাকরি
আবেদন পদ্ধতি-
উপরোক্ত চাকরির জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করে দিন। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন- https://ibpsonline.ibps.in/crpcl13jun23/
আরও পড়ুন- শ’য়ে-শ’য়ে কর্মী নিয়োগ, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে মোটা বেতনের চাকরি
আবেদনের শেষ তারিখ-
ব্যাঙ্কের ক্লার্ক পদে এই চাকরির জন্য আবেদন জানানোর শেষ দিন আগামী ২১ জুলাই, ২০২৩।
আরও পড়ুন- নজরকাড়া বেতন, মহাকাশ গবেষণা সংস্থা ISRO-য় কর্মী নিয়োগ