এক কেন্দ্রীয় সরকারের সংস্থায় এরাজ্যের জন্যই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব থাকলে এই পদে চাকরির জন্য আবেদন জানানোর সুযোগ মিলবে। আবেদনকারীদের সুবিধার্থে এই প্রতিবেদনে সংশ্লিষ্ট চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্যের উল্লেখ করা হল।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ BECIL-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Lab Technician পদে কর্মী নিয়োগ করবে BECIL। আপাতত ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি Medical Lab Tecnology-তে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করা থাকতে হবে।
আরও চাকরির খবর- ঢালাও নিয়োগ এরাজ্যেও, কয়েক হাজার কর্মী নেবে কেন্দ্রের এই ব্যাঙ্ক
বয়সসীমা ও বেতন:
২১-৩০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা Lab Technician পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হতে পারে ২৬,১০০ টাকা।
আরও চাকরির খবর- মোটা মাইনের চাকরি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘রূপশ্রী’তে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি:
এই পদে চাকরির জন্য অনলাইনেই আবেদন করতে হবে। এই লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারেন। লিংকটি হল- https://becilregistration.in/ রেজিস্ট্রেশনের সময় বৈধ ইমেল আইডি ছাড়াও প্রয়োজনীয় সব শংসাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
আরও চাকরির খবর- ক্লাস টেন পাশেই Post Office-এ চাকরি, বেতন জানলে মাথা ঘুরে যাবে!
নিয়োগ প্রক্রিয়া:
এই পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তবে আবেদনকারীদের স্কিল টেস্ট নেওয়া হবে। তারপরেই বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও চাকরির খবর- উচ্চ বেতনের চাকরি, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ
আবেদনের শেষ তারিখ:
BECIL-এ ল্যাব টেকনিশিনায়ান পদে আবেদনের শেষ তারিখ হল ৬ এপ্রিল ২০২৩।