/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/BECIL-Recruitment-2023.jpg)
কেন্দ্রের সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।
এবার কেন্দ্রীয় সরকার অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটান্টস ইন্ডিয়া লিমিটেড বা বেসিল-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ বেসিল-এর তরফে Field Assistant পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। তবে এক্ষেত্রে আবেদনকারীদের কম্পিউটারের কাজ জানতে হবে, একইসঙ্গে হিন্দি ভাষাও জানতে হবে।
আরও পড়ুন- কেন্দ্রের ভারত পেট্রোলিয়ামে কাজের সুযোগ, আবেদন করতে পারবেন কারা?
বয়সসীমা ও বেতন-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এক্ষেত্রে মাসিক বেতন হবে ২২,৭৪৪ টাকা।
আরও পড়ুন- কেন্দ্রের DVC-তে মোটা টাকা বেতনে লোভনীয় চাকরি! আবেদনের যোগ্য কারা?
আবেদন পদ্ধতি-
এই চাকরিতে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদনকারীরা www.becil.com ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া মেনে আবেদন করে পারেন। এক্ষেত্রে এই লিংকটিতে ক্লিক করতে পারেন, https://becilregistration.in/
আরও পড়ুন- মোটা টাকা মাইনে, রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্কে এযেন সোনার চাকরি!
আবেদনের শেষ তারিখ-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ বেসিল-এ এই চাকরির জন্য আগামী ২০ জুলাই, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।
আরও পড়ুন- কয়েক হাজার Clerk নেবে ব্যাঙ্ক, শেষ দিন পেরনোর আগে করুন Apply