ব্যাঙ্কে চাকরির জন্য যাঁরা চেষ্টা করে চলেছেন, তাঁদের জন্য এক সুবর্ণ সুযোগ সামনে এনে দিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার ৫ হাজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরাজ্যেও বিপুল সংখ্যায় নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই ব্যাঙ্ক। ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই চাকরির জন্য আবেদন করার সুযোগ মিলবে। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
'অ্যাপ্রেন্টিস' পদে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশজুড়ে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় হাজার-হাজার কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই গত ২০ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে। পশ্চিমবঙ্গেও রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের ৩৬২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আরও চাকরির খবর- উচ্চ বেতনের চাকরি, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা ও বেতন:
রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে 'অ্যাপ্রেন্টিস' পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। এই পদে চাকরি মিললে রুরাল/সেমি আর্বান ব্রাঞ্চগুলিতে স্টাইপেন্ড হিসেবে মাসে ১০ হাজার টাকা করে মিলবে। অন্যদিকে, আর্বান ব্রাঞ্চের ক্ষেত্রে মাসে স্টাইপেন্ড হবে ১২ হাজার টাকা। মেট্রো ব্রাঞ্চগুলির ক্ষেত্রে স্টাইপেন্ডের পরিমাণ হবে মাসে ১৫ হাজার টাকা।
আরও চাকরির খবর- কেন্দ্রের সংস্থায় মোটা মাইনের চাকরি, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ
আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ:
রাষ্ট্রাযত্ত এই ব্যাঙ্কে এই চাকরির জন্য অনলাইনেই আবেদন করতে হবে। সেক্ষেত্রে এই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/b7b6b026e3ae5f23502f2bb8fc707759a6bb653f49eceb8a754e0010cd47e2f1.pdf
এছাড়াও ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করেও অনলাইনে আবেদন করতে পারবেন। https://centralbankofindia.co.in/en
অনলাইনে দেওয়া পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ হবে। আগামী ৩ এপ্রিলের মধ্যে এই পদে চাকরির জন্য আবেদন করতে হবে। ন্যূনতম ২০ বছর বয়স হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।
আরও চাকরির খবর- বাজারদর মাথায় রেখেই মোটা বেতনের চাকরি, কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ