কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা Central Pollution Control Board-এর একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ বা MTS, DEO বা ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC-সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ প্রয়োজনীয় নানা তথ্য এই প্রতিবেদনটি পড়ে জেনে নিন।
পদের নাম: মাল্টি টাস্কিং স্টাফ
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরির জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৮ থেকে ২৭ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মাল্টি টাস্কিং স্টাফ পদে কেন্দ্রের এই সংস্থায় নিয়োগ পেলে মাসে বেতন হবে সর্বনিম্ন ১৮ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫৬,৯০০ টাকা।
আরও চাকরির খবর- বেতন মাসে ১৮ হাজার, উচ্চ মাধ্যমিক পাশেই কলকাতায় কেন্দ্রের সংস্থায় চাকরি
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এরই সঙ্গে থাকতে হবে ডেটা এন্ট্রির কাজের পূর্ব অভিজ্ঞতাও। এক্ষেত্রে ১৮ বছর থেকে ২৭ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। এই চাকরিতে ন্যূনতম বেতন হবে মাসে ২৫,৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে মাসে ৮১,১০০ টাকা।
পদের নাম : ফিল্ড অ্যাটেনডেন্ট
ফিল্ড অ্যাটেনডেন্ট পদে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৮-২৭ বছর বয়স পর্যন্ত এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে ফিল্ড অ্যাটেনডেন্ট পদে চাকরির ক্ষেত্রে সর্বনিম্ন বেতন মাসে ১৮ হাজার টাকা। সর্বোচ্চ বেতন হবে মাসে ৫৬,৯০০ টাকা।
আরও চাকরির খবর- মোটা মাইনের চাকরি রাজ্যের বিদ্যুৎ দফতরে, ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ
পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক
এই পদে চাকরির জন্যও যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পীরক্ষায় পাশ করতে হবে। এরই সঙ্গে কম্পিউটারের কাজ জানা চাই। কম্পিউটারের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ১৮-২৭ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। এলডিসি পদে চাকিরর জন্য মাসে সর্বনিম্ন বেতন ১৯,৯০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে মাসে ৬৩,২০০ টাকা।
আরও চাকরির খবর-মাসে ২৫ হাজার থেকে বেতন শুরু, কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়
উপরোক্ত পদগুলি ছাড়াও অ্যাসিস্ট্যান্ট ল' অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার, জুনিয়র টেকনিশিয়ান, সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক-সহ বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। এই লিংকে ক্লিক করে এব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMjE4XzE2NzgwODU1MjNfbWVkaWFwaG90bzMxOTIxLnBkZg==
কীভাবে আবেদন করবেন?
চাকরিপ্রার্থীরা উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। Central Pollution Control Board-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনের জন্য নির্দিষ্ট লিংকে ক্লিক করুন। পেজ খুলে গেলে সেখানে প্রয়োজনীয় সব তথ্য দিন। রেজিস্ট্রেশনের ফর্ম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে দিন। নিজের পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচারও আপলোড করতে হবে। এই সব কাজ হয়ে গেলে শেষে সাবমিট বাটন ক্লিক করুন। সব শেষে রেজিস্ট্রেশন ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে কাছে রেখে দিন।
আরও চাকরির খবর- মাধ্যমিক পাশেই Post Office-এ দারুণ চাকরি, বেতন প্রায় ২০ হাজার
আবেদনের শেষ দিন:
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের একাদিক পদে চাকরির জন্য আবেদন জানানোর শেষ দিন আগামী ৩১ মার্চ ২০২৩।
আরও চাকরির খবর- কলেজের গণ্ডি পেরোলেই হবে! Bank of Baroda-য় মোটা বেতনের চাকরির সুযোগ