এরাজ্যেই স্বাস্থ্য বিভাগে তাক লাগানো চাকরি! আবেদনের যোগ্য কারা?

রাজ্যের স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

রাজ্যের স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

author-image
IE Bangla Web Desk
New Update
clinical psychologist recruitment in wb health department

রাজ্যে স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ।

Clinical Psychologist পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ক্লিনিক্যাল সাইকোলজি অথবা সাইকোলজি কিংবা অ্যাপ্লায়েড সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইউজিসি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে দু'বছরের কোর্স সম্পূর্ণ করার শংসাপত্র থাকতে হবে।

Advertisment

আরও পড়ুন- লেখা পরীক্ষা হবে না, ইন্টারভিউ ডিঙোলেই চাকরি! বেতন মাসে ২৪ হাজার

বয়সমীমা ও বেতন-

Advertisment

এই পদে চাকরির জন্য আবেদনকারীদের ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেব অনুযায়ী ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। এই চাকরিতে মাসে বেতন মিলবে ৩০,০০০ টাকা।

আরও পড়ুন- মাধ্যমিক ডিঙোলেই ক্লার্কের চাকরি! সরকারি দফতরে দারুণ সুযোগ মুঠোয়!

আবেদন পদ্ধতি-

উপরোক্ত চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীরা রাজ্য স্বাস্থ্য দফতরের www.wbhealth.gov.in ওয়েবাসাইটটি দেখতে পারেন।

আরও পড়ুন- কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ চাই, ঢুকলেই মাসে বেতন প্রায় ১৫ হাজার

আবেদনের শেষ তারিখ-

উপরোক্ত পদে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ হল ১৪ অগাস্ট, ২০২৩।

আরও পড়ুন- মোটা টাকা বেতন, কলকাতায় ISI-এ দারুণ চাকরির মারকাটারি সুযোগ!

health Government Jobs West Bengal job