এবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য পুলিশের টেলি কমিউনিকেশন বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই এই পদে চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Data Entry Operator পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ট্রেনিং নেওয়ার শংসাপত্র থাকতে হবে।
আরও পড়ুন- DVC-তে মোটা টাকা বেতনের দুর্দান্ত চাকরি! কীভাবে আবেদন? যোগ্য কারা?
বয়সসীমা ও বেতন-
রাজ্য পুলিশে এই চাকরির জন্য ১ অক্টোবর, ২০২৩-এর হিসেব অনুযায়ী আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ১৬ হাজার টাকা।
আরও পড়ুন- বেতন মাসে ১৯ হাজার, রাজ্যেরই স্কুলে গ্রুপ ডি পদে চাকরির দুরন্ত সুযোগ!
আবেদন পদ্ধতি-
এই পদে চাকরির জন্য অফলাইনে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীরা এই লিংকে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন। (https://wbpolice.gov.in/writereaddata/wbp/Notice_DEO_Telecom.pdf)। ডাউনলোড করে নেওয়া আবেদনপত্রটি পূরণের পর প্রয়োজনীয় সব নথিপত্র স্ক্যান করে পিডিএফ আকারে নিন। তারপর সেটি (deo23telecomhq@gmail.com) ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি স্পিড পোস্ট করে পাঠিয়ে দিতে পারেন। আবেদনকারীরা চাইলে নির্দিষ্ট ঠিকানায় গিয়েও সেটি জমা দিতে পারেন।
আরও পড়ুন- ঢুকলেই মাসে ২০ হাজার, রাজ্যের স্বাস্থ্য দফতরে ঢালাও নিয়োগ
আবেদনের শেষ তারিখ-
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে টেলি কমিউনিকেশন বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর পদে এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ হল ৩১ অগাস্ট, ২০২৩।
আরও পড়ুন- নজরকাড়া মাইনে দিয়ে তাক লাগানো চাকরি! বিপুল বেতনে লোক নিচ্ছে SBI