এবার রাজ্য সরকারের দফতরে 'ডেটা এন্ট্রি অপারেটর' পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদে চাকরির জন্য আবেদন জানানোর সুযোগ পাবেন। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবদেনে দেওয়া হল।
রাজ্যের দফতরে 'ডেটা এন্ট্রি অপারেটর' পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনস কোর্স সম্পূর্ণ করার সার্টিফিকেট থাকতে হবে। চুক্তির ভিত্তিতে এই চাকরিতে মাসিক বেতন মিলবে ১৩ হাজার টাকা।
আরও চাকরির খবর- রাষ্ট্রায়ত্ত সংস্থা SAIL-এ চাকরির সুযোগ, খুঁটিনাটি জেনে দ্রুত আবেদন করতেই পারেন
বয়সসীমা :
'ডেটা এন্ট্রি অপারেটর' পদে এই চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি :
ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। নিজেদের একটি বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের নকল, বয়সের প্রমাণ-সহ যাবতীয় প্রমাণপত্রের নকল একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আরও চাকরির খবর- খড়গপুর IIT-তে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
Block Development Officer, Nalhati- II Development Block, Lohapur, Birbhum
আবেদনপত্র জমার শেষ তারিখ :
এই পদে চাকরির জন্য প্রার্থীদের আগামী ২৬ এপ্রিল, ২০২৩-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আরও চাকরির খবর- কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ, বেতন জানলে চমকে উঠবেন!
এই পদে চাকরির ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করতে পারেন- https://birbhum.gov.in/
এছাড়াও সরাসরি এই লিংকে ক্লিক করেও এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন-
https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/c3dcf0b972ae1ab3527f07fca5d3d43ce8aea367ec40783ecf9b43588b719926.pdf
আরও চাকরির খবর- চমকে দেওয়া বেতন! এবার কর্মী নেবে কলকাতা পুরসভা