স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আবেদনের সময়সীমা ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হল। ৬ সেপ্টেম্বর থেকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটেই শুরু হয় আবেদন প্রক্রিয়া। স্পেশালিস্ট ক্যাডারের ৪৭৭টি শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে চাইলে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in থেকে বিশদে সব তথ্য পেয়ে যাবেন।
আরও চাকরির খবর পড়ুন এখানে
ডেভেলপার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়র্ক ইঞ্জিনিয়র, টেস্টার, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়র, আইটি রিস্ক ম্যানেজর, অ্যাপ্লিকেশন আরকিটেক্ট পদ ছাড়াও বেশ কিছু পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কল লেটার ডাউনলোড করা যাবে ১০ অক্টোবর, ২০১৯ তারিখে। সারা দেশে অনলাইন পরীক্ষা হবে ২০ অক্টোবর।
আরও পড়ুন, পুজোর আগে প্রচুর কর্মী নিয়োগের বার্তা দিল ফ্লিপকার্ট
কীভাবে আবেদন করবেন?
* এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যান
* হোমপেজের 'careers’ অপশনটিতে যেতে হবে
* এরপর স্ক্রিনের নীচের দিকে ‘Specialist cadre regular recruitment’ অপশনটিতে ক্লিক করতে হবে
* সেখানে apply online-এ ক্লিক করুন
* সব নির্দেশাবলী যত্ন সহকারে পড়ুন
* নিজের সমস্ত তথ্য দিয়ে সেখানে রেজিস্টার করুন
* অনলাইনে নিজের ছবি দিয়ে ফর্মটি পূরণ করুন
* পেমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন
আবেদনের ফি:
আবেদনকারীদের ৭৫০ টাকা করে ফি দিতে হবে। যে সকল প্রার্থীরা সংরক্ষিত তালিকাভুক্ত তাঁদের ক্ষেত্রে ফি ১২৫ টাকা।
বেতনক্রম:
জুনিয়র ম্যানেজার পদের জন্য বেতনক্রম ৪২,০২০ টাকা, মিডল ম্যানেজার পদের ক্ষেত্রে তা ৪৫,৯৫০ টাকা থেকে ৫১,৪৯০ টাকা অবধি। সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে ৫৯,১৭০ টাকা।
Read the full story in English