Advertisment

IBPS SO prelims-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন?

পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। ১৪ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত  IBPS SO-এর কল লেটার ডাউনলোড করা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IBPS SO prelims admit card 2018: স্পেশালিস্ট অফিসার ক্যাডার পোস্টের প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। ১৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত  IBPS SO-র কল লেটার ডাউনলোড করা যাবে। IBPS পরীক্ষা হবে ২৯ এবং ৩০ ডিসেম্বর।

Advertisment

জানুয়ারিতে প্রকাশিত হতে পারে প্রিলিমস পরীক্ষার ফলাফল, উত্তীর্ণ প্রার্থীরা মেইন পরীক্ষার জন্য হল টিকিট ডাউনলোড করতে পারবেন। IBPS SO-র মেইন পরীক্ষার সম্ভব্য তারিখ ২৭ জানুয়ারি, ২০১৯।

আরও পড়ুন: WB State University Recruitment 2018: নন টিচিং পদে একাধিক কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন IBPS Clerk prelims-এর অ্যাডমিট কার্ড

Step 1: IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ লগ ইন করুন

Step 2: হোমপেজের ওপরে download call letter লিঙ্কে ক্লিক করুন

Step 3: এরপরে একটি নতুন পেজ খুলবে, সেখানে ‘Download preliminary exam call letter for Specialist Officer’ লেখা লিঙ্কে ক্লিক করুন

Step 4: নিজের রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড এবং ছবিতে দেওয়া ক্যাপচা কোড দিন

Step 5: “Login”-এ ক্লিক করলেই আপনার কল লেটার স্ক্রিনে আসবে।

Step 6: কোনও কারণে তথ্য দিতে ভুল হলে “Reset” অপশনের ওপর ক্লিক করুন। পেজ ক্লিয়ার হয়ে যাবে। এরপর পুনরায় আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিন।

উল্লেখ্য, পরীক্ষার দিন ছবি-পরিচয়পত্র সহ কল লেটার অবশ্যই আনতে হবে।  ছবি সহ পরিচয় পত্রের ওপর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

IBPS SO, ২০১৮ নির্বাচন প্রক্রিয়া:

প্রিলিমিনারি এবং মেইন এই দুই পরীক্ষায় প্রার্থীর ফলাফলের ওপর ভিত্তি করেই প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫০ প্রশ্নের ওপর, সময় থাকবে দুঘণ্টা। পূর্ণমান ১২৫। ইংরাজি এবং হিন্দি এই দুই ভাষার যেকোনও একটি ভাষায় পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।

Read the full story in English 

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment