বছরে সাড়ে চুয়ান্ন লক্ষ টাকার রেকর্ড বেতন নিয়ে এ বছর চাকরিতে ঢুকছেন কলকাতার আইআইএম থেকে এমবিএ পাশ এক পড়ুয়া। সাফল্য তালিকার শীর্ষে থাকা প্রথম ১০ শতাংশ পড়ুয়া প্লেসমেন্টের পর গড়ে বার্ষিক ২৮ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছে। ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (ক্যালকাটা) কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।
এমবিএ স্তরে স্নাতকোত্তর পাশ করা ৪৩৯ জন পড়ুয়া ৪৯২ টি চাকরির অফার পেয়েছে ১৩৬ টি সংস্থায়।
আরও পড়ুন, স্ত্রীয়ের আয় বেশি হলে বাড়ে পুরুষের নিরাপত্তাহীনতা
সাম্প্রতিক ফিনান্সিয়াল টাইম র্যাঙ্কিং অনুযায়ী আইআইএম কলকাতার স্থান ৪২ তম। এই প্রতিষ্ঠান থেকে পাশ করা পড়ুয়া গড়ে ১ লক্ষ ৬৫ হাজার ৯০০ মার্কিন ডলার বেতনের চাকরি করে থাকে। ফিনান্সিয়াল টাইমসের এই তালিকায় ভারতের মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ২৭ এবং ২৮ নম্বরে রয়েছে যথাক্রমে আইআইএম ব্যাঙ্গালোর এবং ইন্ডিয়ান স্কুল অব বিজনেস। ৪৭ নম্বরে রয়েছে ঈইআইএম আমেদাবাদ।
আইআইএম কলকাতা সম্প্রতি একজিকিউটিভ প্রোগ্রাম ইন কমিউনিকেশন স্ট্র্যাটেজিস ফর কর্পোরেট লিডারস শুরু করেছে। ৬ মাসের এই প্রোগ্রামে স্টার্ট আপ সংস্থা নিয়ে আলাপ আলোচনা করা হবে, আন্তঃ সাংস্কৃতিক ব্যবসায়িক যোগাযোগ নিয়েও কাজ করা হবে।