Advertisment

ন্যূনতম মাধ্যমিক পাশেই Post Office-এ চাকরি, ঝটপট পড়ুন প্রতিবেদন

এবার পোস্ট অফিসে অফিসে চাকরির সুযোগ হাতের মুঠোয়।

author-image
IE Bangla Web Desk
New Update
gramin dak sevak recruitment in india post 2023

পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

এবার পোস্ট অফিসে অফিসে চাকরির সুযোগ হাতের মুঠোয়। ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। বিপুল সংখ্যায় গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই মিলবে আবেদনের সুযোগ। এই চাকরি সংক্রান্তবিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

মোট ১২,৮২৮টি শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্থানীয় ভাষা (বাংলা) জানতে হবে। একইসঙ্গে আবেদনকারীদের সাইকেল চালাতেও জানতে হবে।

আরও চাকরির খবর- ক্লাস এইট পাশেই দারুণ চাকরির ঢালাও সুযোগ, ‘বন সহায়ক’ নিচ্ছে রাজ্য

বয়স -

গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আরও চাকরির খবর- তাক লাগানো বেতন! এবার কলকাতায় মেট্রোয় কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি -

অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন- পারেন-https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
এছাড়াও এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন-
https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/d0e986cb1e4459e697ee5b3e914750af5c5bb7b4054b1badfbe88da9fe70505c.pdf

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশেই এয়ার ইন্ডিয়ায় চাকরি, বেতন প্রায় ২৪ হাজার

আবেদনের শেষ তারিখ -

ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য আগামী ১১ জুন ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।

Government Jobs job post office
Advertisment