ভারতীয় ডাকঘরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিকত্ব থাকলেই পোস্ট অফিসে এই চাকরির জন্য আবেদন করা যাবে। পোস্ট অফিসের একাধিক পদে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
ইন্ডিয়া পোস্ট অফিসে Staff Car Driver পদে কর্মী নিয়োগ করা হবে। পোস্ট অফিসের তামিলনাড়ু সার্কেলে আপতত ৫৮টি শূন্যপদে স্টাফ কার ড্রাইভার নিয়োগ করা হবে। যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে।
আরও চাকরির খবর- মোটা মাইনের চাকরি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘রূপশ্রী’তে কর্মী নিয়োগ
তবে এক্ষেত্রে আবেদনকারীদের কমপক্ষে তিন বছর হালকা-ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীদের মোটর মেকানিমকের জ্ঞান থাকতে হবে। গাড়ি চালানোর জন্য বৈধ লাইসেন্স থাকতে হবে।
আরও চাকরির খবর- ঢালাও নিয়োগ এরাজ্যেও, কয়েক হাজার কর্মী নেবে কেন্দ্রের এই ব্যাঙ্ক
বেতন:
ভারতীয় ডাকঘরে স্টাফ কার ড্রাইভার পদে চাকরি মিললে বেতন হতে পারে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
আরও চাকরির খবর- উচ্চ বেতনের চাকরি, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ
আবেদন প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ:
পোস্ট অফিসে স্টাফ কার ড্রাইভার পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। তবে আগামী ৩১ মার্চ, ২০২৩-এর মধ্যে আবেদন জানাতে হবে। এব্যাপারে যাবতীয় তথ্য বিশদে জানতে ক্লিক করুন- www.indiapost.gov.in
এছাড়াও এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন-https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/78ad65fbf9d792f446b04aea612f551f24044614fceb1e96b04c46f2e8ebec97.pdf
আরও চাকরির খবর- কেন্দ্রের সংস্থায় মোটা মাইনের চাকরি, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ