Advertisment

ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ চলছে, জানুন আবেদন করবেন কীভাবে

জুনিয়র ক্লার্ক ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদের জন্য বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান এয়ারফোর্স বেনেভলেন্ট অ্যাসোসিয়েশন৷ অফলাইনে আবেদন জমা পারবেন আগ্রহীরা৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর

author-image
IE Bangla Web Desk
New Update
jobs

NVS Recruitment 2019 Notification

জুনিয়র ক্লার্ক ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদের জন্য বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান এয়ারফোর্স বেনেভলেন্ট অ্যাসোসিয়েশন৷ অফলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর, ২০১৮৷ মোট আসনের সংখ্যা সাতটি৷ জুনিয়র ক্লার্কের জন্য আসন সংখ্যা পাঁচটি৷ অন্যদিকে, জুনিয়ার ক্লার্ক (ইডিপি)-র জন্য একটি এবং অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদের জন্য (অ্যাকাউন্টস) জন্য থাকছে একটি আসন৷

Advertisment

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র ক্লার্ক- আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে৷

জুনিয়র ক্লার্ক (EDP)- ৬০ শতাংশ নম্বরের সঙ্গে স্নাতকোত্তীর্ণ হতে হবে প্রার্থীকে৷ এ ছাড়াও, কম্পিউটারের উপর দুই বছরের শার্টিফিকেট কোর্স থাকা বাধ্যতামূলক৷

অ্যাসিস্টেন্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)- প্রার্থীর কমার্সের উপর ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে৷ এ ছাড়া, অ্যাকাউন্টের উপর ১০ বছরের কাজের অভিজ্ঞতা৷

আরও পড়ুন: NPCCL Recruitment 2018-19: NPCCL-এ চলছে একাধিক পদে ইঞ্জিনিয়ার নিয়োগ

বেতন

জুনিয়র ক্লার্ক -১৮,০০০ টাকা

জুনিয়র ক্লার্ক (EDP) - ১৮,০০০ টাকা

অ্যাসিসটেন্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) – ৩০,০০০ টাকা

বয়সসীমা

জুনিয়র ক্লার্ক - ২৫ বছর

জুনিয়র ক্লার্ক (EDP) - ২৮ বছর

অ্যাসিসটেন্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)- ৩৫ বছর

কীভাবে অ্যাবেদন করবেন

এ ক্ষেত্রে, অনলাইনে কোনরকমের আবেদনপত্র গ্রহণ করা হবে না৷ বায়োডাটা, প্রয়োজনীয় প্রমানপত্র, পাসপোর্ট সাইজ ছবি পাঠাতে হবে এই ঠিকানায়: সেক্রেটারি, আইএএফবিএ, এএফজিআইএস ভবন, সুব্রত পার্ক, নয়া দিল্লি-১১০০১০৷

Education
Advertisment