পোস্ট অফিস ব্যাঙ্ক বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোটা টাকা বেতনে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিকত্ব থাকলে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করা যাবে। একাধিক পদে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ বিস্তারিত সব তথ্য এই প্রতিবেদনটি পড়ে জেনে নিন।
ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ম্যানেজার, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার-সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলিতে চাকরির ক্ষেত্রে সর্বনিম্ন ২৩ বছর থেকে আবেদনের সুযোগ মিলবে। সর্বোচ্চ ৫৫ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন জানানোর সুযোগ পাবেন।
আরও চাকরির খবর- মাইনে মাসে সাড়ে ২৫ হাজার, উচ্চমাধ্যমিক পাশেই কেন্দ্রের এই সংস্থায় চাকরি
প্রতিটি পদ ধরে ধরে বয়সসীমা সহ প্রয়োজনীয় তথ্য ইন্ডয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছে। এই লিংকে ক্লিক করে ভালো করে নোটিফিকেশনটি দেখে নিন https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/425821f59f053a9b8be8f595a391f2e641cb97053816be1869b64da847ed24e9.pdf
মাসিক বেতন:
মোটা টাকা বেতন দিয়েই কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। এক্ষেত্রে সর্বনিম্ন বেসিক পে হবে ৩৬ হাজার টাকা। অর্থাৎ বেতন শুরুই হচ্ছে মাসে ১,১৮,০০০ টাকা থেকে। পদ অনুযায়ী বেতনের পার্থক্য রয়েছে।
আরও চাকরির খবর- বেতন মাসে ১৮ হাজার, উচ্চ মাধ্যমিক পাশেই কলকাতায় কেন্দ্রের সংস্থায় চাকরি
আবেদন পদ্ধতি:
ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে চাকরি ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট লিংকে ক্লিক করতে হবে। নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করে নিন।
আরও চাকরির খবর- মোটা মাইনের চাকরি রাজ্যের বিদ্যুৎ দফতরে, ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ
আবেদনপত্রে অবশ্যই একটি বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ছাড়াও চাকরিপ্রার্থীর পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচারও আপলোড করতে হবে। সব শেষে সাবমিট বটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিতে ভুলবেন না।
আরও চাকরির খবর- মাসে ২৫ হাজার থেকে বেতন শুরু, কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়
আবেদনের শেষ দিন:
ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একাধিক পদে চাকরির জন্য আবেদন জানানোর শেষ দিন আগামী ২২ মার্চ, ২০২৩। আগামী ২২ তারিখের মধ্যে সব চাকরিপ্রার্থীকে আবেদন জানাতে হবে।
আরও চাকরির খবর- মাধ্যমিক পাশেই Post Office-এ দারুণ চাকরি, বেতন প্রায় ২০ হাজার