scorecardresearch

কলকাতায় পোর্ট ট্রাস্টে মোটা মাইনের চাকরি! ঝটপট করতে পারেন আবেদন

কেন্দ্রের সংস্থায় নজরকাড়া বেতনের চাকরি! আবেদনের যোগ্য কারা কারা?

job opening in syama prasad mookerjee port kolkata
কলকাতায় পোর্ট ট্রাস্টে চাকরির সুযোগ।

এবার কলকাতায় মোটা বেতনের চাকরির সুযোগ। কেন্দ্রীয় সরকারের সংস্থা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যে কোনও রাজ্যের বাসিন্দাই আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে ডেপুটেশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, হলদিয়া ডক কমপ্লেক্সের মেরিন অপারেশনসের কাজের জন্যই এই নিয়োগ করা হবে। ডাইভিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট বিভাগে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও চাকরির খবর- মোটা অঙ্কের বেতন! কেন্দ্রের জাহাজ কারখানায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি:

পোর্ট ট্রাস্টে ডাইভিং অফিসার পদে কাজের জন্য অফলাইনে আবেদন করতে হবে। কোন ঠিকানায় পাঠাবেন আবেদনপত্র? এছাড়াও এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে ক্লিক করতে পারেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে- https://smportkolkata.shipping.gov.in/index1.php?lang=1&level=0&linkid=33&lid=547

এরই পাশাপাশি এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন- https://smportkolkata.shipping.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=6816&lid=5940 এই লিংকে। আবেদনত্রপটির একটি কপি বের করে নিন।

আরও চাকরির খবর- উচ্চ মাধ্যমিক পাশেই কৃষি দফতরে চাকরি, বেতন ২০ হাজার

বেতন:

কলকাতায় পোর্ট ট্রাস্টে এই চাকরি মিললে মাসে বেতন হতে পারে ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত।

আরও চাকরির খবর- উচ্চ মাধ্যমিক পাশেই NTPC-তে চাকরি, মাইনে জানলে মাথা ঘুরে যাবে!

আবেদনের শেষ তারিখ:

আবেদনপত্রটি ১২ মে ২০২৩-এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Job opening in syama prasad mookerjee port kolkata